মিশন মলয়! কলকাতাতেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ, ED-কে বিশেষ নির্দেশ হাইকোর্টের

বাংলাহান্ট ডেস্ক : ইডি (Enforcement Directorate) রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ কলকাতাতেই করতে পারে। দিল্লি হাইকোর্ট মঙ্গলবার কয়লা পাচার মামলায় এমনই নির্দেশ দিয়েছে। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, জিজ্ঞাসাবাদের ২৪ ঘণ্টা আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মলয় ঘটককে জানাবে। ইডির অফিসে মলয় ঘটক নিয়ে যেতে পারবেন চিকিৎসককে।

দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশকুমার শর্মা আজ শুনানিতে এই নির্দেশ দিলেন। ইডির পক্ষ থেকে কয়লা পাচার মামলায় রাজ্যের মন্ত্রী ঘটককে (Malay Ghatak) তলব করা হয়েছিল দিল্লিতে। কিন্তু মলয় ঘটক দিল্লিতে হাজিরা দেননি। একাধিকবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে তলব করা হলেও বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন মলয়বাবু।

আরোও পড়ুন : এবার দুর্নীতি খিচুড়িতেও! কোটি কোটি টাকার জালিয়াতি পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি খাবারে

এরপর মলয় ঘটক দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ইডির বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য। মলয় বাবুর দুটি আবেদনের মধ্যে একটি ছিল যাতে তাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়। ইডির পক্ষ থেকে ইসিআইআর (ইডির মামলা) করা হয় কয়লা পাচার মামলায়। মলয়বাবু ইসিআইআর (ইডির মামলা) খারিজের আবেদন জানিয়েছিলেন।

রাজ্যের মন্ত্রীর সেই আবেদনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট জানিয়েছে সেই মামলা খারিজ করা সম্ভব নয়। মলয় ঘটকের আইনজীবী আদালতে জানান, ইডির পক্ষ থেকে এই মামলায় তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও। কিন্তু ইডির দিল্লির অফিসে হাজিরা দেননি রুজিরা বন্দ্যোপাধ্যায়।

আরোও পড়ুন : পণ চাইতে যাওয়াই হল কাল! শ্বশুরবাড়িতে জামাইয়ের সাথে যা হল… মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

তাঁদের গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের অফিসে। মলয় ঘটকের আইনজীবীর প্রশ্ন, যদি অভিষেক-রুজিয়াকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা যায়, তাহলে কেন মলয় ঘটককে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা যাবে না? এরপর আদালতের পর্যবেক্ষণ, অভিষেক-রুজিয়ার ক্ষেত্রে ভিন্ন পরিস্থিতি ছিল।

enforcement directorate b

সম্প্রতি মলয় ঘটক অসুস্থ হয়ে পড়েন বিধানসভায়। এরপর তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। এই কথা মাথায় রেখে দিল্লি হাইকোর্ট আজ নির্দেশ দিয়েছে, চিকিৎসককে সাথে করে কলকাতায় ইডির অফিসে জিজ্ঞাসাবাদ করতে হবে মলয় ঘটককে। ফলে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদের পর কী তথ্য উঠে আসে সেটাই দেখার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর