হাসপাতালে পৌঁছনোর আগেই এবার শুরু হবে চিকিৎসা! দেশের প্রথম 5G অ্যাম্বুলেন্স চালু কলকাতায়

বাংলাহান্ট ডেস্ক : কলকাতায় (Kolkata) শুরু হল দেশের প্রথম 5G অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্স চালু হওয়ার ফলে আরো সুযোগ-সুবিধা পাবেন রোগীরা। গাড়িতে থেকেই অসুস্থ রোগী পেয়ে যাবেন চিকিৎসকের পরামর্শ। রোগীকে মনিটর করে তৎক্ষণাত চিকিৎসকেরা চিকিৎসা শুরু করতে পারবেন। এবার থেকে রোগীদের সুবিধার্থে এই ধরনের অত্যাধুনিক পরিষেবা দেবে এই 5G অ্যাম্বুলেন্স।

অবাক করে দেওয়া কথা হল অতিরিক্ত কোনও চার্জ দিতে হবে না এই অ্যাম্বুলেন্স ব্যবহার করলে। অ্যাম্বুলেন্সে থাকাকালীন অবস্থায় রোগীর যেটুকু ওষুধ প্রয়োজন হবে শুধু তার দামই দিতে হবে রোগীর পরিবারকে। কলকাতাবাসীদের জন্য এই 5G অ্যাম্বুলেন্স নিঃসন্দেহে একটি গর্বের বিষয়। কলকাতার এক পাঁচ তারা হোটেলে এই 5G অ্যাম্বুলেন্সের উদ্বোধন হয়েছে।

এই 5G অ্যাম্বুলেন্সটি হল দেশের মধ্যে প্রথম এই প্রযুক্তির রোগী বহনকারী গাড়ি। অ্যাম্বুলেন্সটির উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন অ‌্যাপোলো হাসপাতালের প্রেসিডেন্ট (হসপিটাল ডিভিশন) ডা. কে হরিপ্রসাদ, পূর্বাঞ্চলের সিইও রানা দাশগুপ্ত, ডিরেক্টর (মেডিক‌্যাল সার্ভিস) ড. সুরিন্দর সিং ভাটিয়া। জানা যাচ্ছে, আপাতত কলকাতাতেই এই ফাইভ জি অ্যাম্বুলেন্সটি পরিষেবা দেবে।

এই অ্যাম্বুলেন্সের পরিষেবা পাওয়ার জন্য আপনাকে মোবাইল থেকে ডায়াল করতে হবে ১০৬৬ নম্বর। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত হার্ট অ্যাটাক ও স্ট্রোক রোগীদের জন্যই এই অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে। আসলে ট্রাফিক থাকলে অনেক সময় সময় মতো অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছাতে পারেনা। ফলে রোগীর ক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যায়।

সেই সমস্যা মেটাতে অত্যন্ত কাজে আসবে এই ফাইভ জি অ্যাম্বুলেন্স। এই ধরনের অ্যাম্বুলেন্সে রোগীর বেডের পাশে থাকবে মনিটর ও ক্যামেরা। হাসপাতালে জরুরী বিভাগে বসে থাকা চিকিৎসকেরা এর সাহায্যে রোগীকে পর্যবেক্ষণ করতে পারবেন। অন্যদিকে, রানা দাশগুপ্ত জানিয়েছেন, খুব শীঘ্রই জনসাধারণের জন্য অ্যাপেলো আরো একটি নতুন হাসপাতাল তৈরি করতে চলেছে।

photo 3 450x300

অ‌্যাপোলো হাসপাতালের এমার্জেন্সি মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. অরিজিৎ বসু এই অ্যাম্বুলেন্স সম্পর্কে বলেছেন, হার্ট অ্যাটাক ও স্ট্রোক রোগীদের জন্য এই অ্যাম্বুলেন্সটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের রোগীরা হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় অ্যাম্বুলেন্স এর মধ্যেই প্রাণ হারান। কিন্তু এই ধরনের অ্যাম্বুলেন্স ওয়াইফাই এর সাহায্যে তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করা যাবে।

 

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর