জনপ্রতি প্রয়োজন ৪৫০ লিটার জল! এই বিপুল চাহিদা মিটবে কী করে? চিন্তায় কলকাতা পুরসভা

বাংলাহান্ট ডেস্ক : কলকাতায় (Kolkata) মাথা পিছু ১৫০ লিটার জলে (Water) কাজ চলে যেত বাসিন্দাদের। তবে এই তীব্র গরমে সেই চাহিদা বেড়ে গেছে তিনগুণ। অনেকেই একাধিকবার স্নান করছেন একদিনে। অত্যধিক গরমে জল চেষ্টাও পাচ্ছে বারবার। ঘেমে যাওয়া জামা-কাপড় প্রায় রোজ কাচতে হচ্ছে।

এই ধরনের হাজারো কারণে এখন কলকাতায় মাথাপিছু প্রতিদিন জলের চাহিদা ৪৫০ লিটার! এই আবহে এখন সবার প্রশ্ন তাহলে কি খুব শীঘ্রই কলকাতা জলসংকটে পড়তে চলেছে? জলের প্রয়োজনীয়তা বাড়লেও, বাড়েনি উৎপাদন। উল্টে উৎপাদন কমেছে। তীব্র গরমে জল স্তর নেমে যাচ্ছে।

আরোও পড়ুন : শেষমেশ করোনার টিকাই হল কাল! রক্ত জমাটের সম্ভাবনা বাড়ছে শরীরে, ভয় ধরানো মন্তব্য সংস্থার

গঙ্গা থেকে জল টানার পর সেই জল পরিশোধিত করা হয় ট্রিটমেন্ট প্ল্যান্টে। ভাটা চলাকালীন সময়ে জল টানতে গিয়ে শুধুই উঠছে কাদা। এই অবস্থায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বাসিন্দাদের কাছে অনুরোধ করেছেন, সব জায়গায় জল সরবরাহ ঠিক রাখতে কমান জলের অপচয়।

আরোও পড়ুন : আপনার মুখের আদলই বলে দেবে আপনি কেমন মানুষ! দেখুন, কোন ব্যক্তিকে চেনার সহজ উপায়

শুধুমাত্র জোয়ারের সময় গঙ্গা থেকে জল টানতে পারছে ট্রিটমেন্ট প্লান্টগুলি। জলের অপচয় কমলেই সমস্ত বাড়িতে জল পৌঁছানো সম্ভব হবে। এমন অনেক বাড়ি রয়েছে যেখানে কল খারাপ। সারাদিনই সেই কল থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ে যায়। বাড়ির অধিবাসীরা সেই বিষয়ে খুব একটা পাত্তা দেন না।

water supply

কলকাতা পুরসভার জল বিভাগের এক আধিকারিকের কথায়, প্রতি বিন্দুতে ০৫ এমএল জল নষ্ট হয়ে যায়। প্রতি সেকেন্ডে এক বিন্দু করে জল নষ্ট হলে হিসাব অনুযায়ী চার লিটার করে জল অপচয় হচ্ছে। ১০০ টা বাড়িতে এভাবে জল অপচয় হলে সেই পরিমাণটা ৪০০ লিটার। অর্থাৎ সংখ্যাটা অনেকটাই বেশি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর