বাংলাহান্ট ডেস্ক : রাজস্থানের (Rajasthan) জয়পুরে (Jaipur) দিনের বেলায় গুলিবিদ্ধ হন অঞ্জলি নামের এক মহিলা। ঘটনাটি ঘটেছে মুরলিপুরা এলাকায়। সূত্রের খবর, বাইকে আরোহী দুই ব্যক্তি অঞ্জলি নামের ওই মহিলাকে হঠাৎ গুলি করে। গুলিটি তাঁর পিঠে লাগে এবং সে রাস্তায় পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে জানানো হয় তাঁর অবস্থা আশঙ্কাজনক।
অঞ্জলির স্বামী আব্দুল লতিফ পুলিশকে জানান, গত বছর অঞ্জলিকে বিয়ে করেন তিনি। তবে, এই বিয়েতে খুশি ছিলেন না তাঁর পরিবারের সদস্যরা এবং পরিবারের লোকজন আব্দুলকে অঞ্জলি ছেড়ে চলে যেতে চাপ দিচ্ছিল। আবার আব্দুলের পরিবারের সদস্যরাও দুজনকেই ক্রমাগত কষ্ট দিচ্ছিলেন। এ ব্যাপারে সদর থানায় এফআইআর দায়ের করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। অঞ্জলির উপর গুলি চালানোর পেছনে তাঁর নিজের বড় ভাই আজিজ ও তাঁর বন্ধুদের হাত রয়েছে বলে জানিয়েছেন আব্দুল।
আসলে আব্দুল লতিফ এর আগে একজন মুসলিম মহিলাকে বিয়ে করেছিলেন। ঝগড়ার পর তার প্রথম বিয়ে ভেঙে যায়। লতিফ তখন অঞ্জলিকে বিয়ে করে যা তার পরিবারের সদস্যদের রাগান্বিত করে। তাই তাঁরা দুজন মুরলিপুরা এলাকায় ভাড়া বাড়ি নিয়ে আলাদা থাকতে শুরু করেন। আব্দুল আরও জানান, বিয়ের পর থেকেই তাঁরা অঞ্জলিকে মারার চেষ্টা করেন তাঁরা।
জানা যায়, পাশের একটি আয়ুর্বেদিক দোকানে কাজ করতেন অঞ্জলি৷ এই বুধবার অর্থাৎ ২৩শে নভেম্বর, সকাল ১০টার দিকে তিনি কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। হঠাৎই সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে তাঁর ওপর হামলা হয়। পুলিশের ধারণা, দেশি পিস্তল দিয়ে অঞ্জলির ওপর হামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে দেশি পিস্তলের খোলস বা কভার পেয়েছে পুলিশ। আশেপাশে লাগানো সিসিটিভি ক্যামেরা স্ক্যান করা শুরু করেছে পুলিশ। পুলিশ সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে, যাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।