লকডাউনকে কাজে লাগিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিল বর, হাটে হাড়ি ভাঙ্গল প্রথম স্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের (Lockdown) মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা সামনে এসেছে। এই গৃহবন্দি সময়কে কাজে লাগিয়ে অল্প খরচায় যেমন অনেকেই বিয়ে সেরে নিয়েছেন, তেমনই অনেকে আবার না বলে পালিয়ে গিয়েও বিয়ে করেছেন। অনেকে তো আবার একটি স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতেও যাচ্ছিলেন।

লকডাউনে বিয়ে
করোনা সংকটের এই লকডাউনের মধ্যে এমনই একটি ঘটনা সামনে এসেছে যেখানে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও, দ্বিতীয় বার বরযাত্রী সহ ধুমধাম করে বিয়ের আসরে যাচ্ছিলেন স্বয়ং বর। স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে। প্রথমা স্ত্রী বিয়ের আসরে উপস্থিত হওয়ায়, হাটে হাড়ি ভেঙ্গে যায় নতুন বরের।

190914 india marriage 16d2f96dc8e large

দ্বিতীয় বিয়ে করতে যায় স্বামী
ঘটনাটি উত্তর প্রদেশের সীতাপুরের হরগাঁও থানা এলাকার কাজিরপুর গ্রামের। এই এলাকার বাসিন্দা বিমল রাজ মুম্বাইয়ের একটি বিল্ডিং কোম্পানিতে কাজ করতেন। সেখানে গিয়ে কর্মরত অবস্থায় কাজল নামে একটি মেয়েকে পছন্দ করে বিয়ে করেন বিমল। সেখানেই তারা একসঙ্গে সংসার শুরু করে। লকডাউনের জেরে সবকিছু বন্ধ হয়ে যাওয়ায়, বিমল এবং কাজল তাঁদের গ্রামে ফিরে আসে। কিন্তু গ্রামে ফিরে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে বিমল তাঁর এক কাকার বাড়িতে রেখে যায় কাজলকে।

আত্মীয়র বাড়িতে রাখে প্রথম স্ত্রীকে
বাড়িতে ফিরে প্রথম বিয়ের কথা সম্পূর্ণ গোপনা রাখে বিমল এবং পরিবারের লোকজন তাঁর বিয়ের ব্যবস্থা করতে থাকে। গত ২০ শে জুন গ্রামেরই এক মেয়ের সাথে তারা বিমলের বিয়ে ঠিক করে। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার আগে ১৯ শে জুন প্রথমা স্ত্রীর কাছে যায় বিমল। কাকার বাড়ি থেকে নিয়ে গিয়ে লক্ষ্মীপুরে নিজের মাসির বাড়িতে কাজলকে রেখে আসে বিমল।

Indian wedding Delhi 1

বিয়ের আসরে উপস্থিত হয় প্রথমা স্ত্রী
লোকজনের থেকে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে বিয়ের দিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় প্রথম স্ত্রী কাজল। পরিবারের সকলের সামনে বলে দেয় তাঁর আসল পরিচয়। তারপর পুলিশ তাঁদের নিকটস্থ মন্দিরে নিয়ে গিয়ে ফের বিয়ে দিয়ে দেয়।


Smita Hari

সম্পর্কিত খবর