বাংলাহান্ট ডেস্কঃ ঔরঙ্গাবাদের ট্রেনে কাঁটা পড়া শ্রমিকদের রক্তের দাগ মেলাতে না মেলাতেই, মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ঘটে গেল আরও এক মর্মান্তিক দুর্ঘটনা। নরসিংহপুরে রবিবার ভোররাতে আমের ট্রাক উল্টে প্রাণ হারাল ৫ পরিযায়ী শ্রমিক। লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে যাওয়ায়, গোপনে তারা আমের ট্রাকে করে হায়দ্রাবাদ থেকে আগ্রায় ফিরছিলেন।
সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারানোয় ঘটে এই মর্মান্তিক বিপত্তি
পুলিশ সূত্রে জানা যায়, সম্ভবত ভোরের দিকে ঘুমিয়ে পড়ায় চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এই আম ভর্তি ট্রাকটি উল্টে যায়। দুর্ঘটনায় আহত হন ১১ জন শ্রমিক এবং ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন শ্রমিক। জানা গিয়েছে ওই ট্রাকে ড্রাইভার এবং একজন কন্ডাক্টার সহ মোট ১৮ জন ব্যক্তি ছিলেন। নরসিংহপুর ও সিওনি সীমান্তের মধ্যে এনএইচ ৪৪-এ রবিবার ভোররাতে ঘটে যায় এই দুর্ঘটনা। নিহতদের নাম, ঠিকানার খোঁজ চলছে।
ট্রাক মধ্যস্থ এক শ্রমিক ৩ দিন ধরে অসুস্থ ছিলেন
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই কালেক্টর ও এসপি ঘটনাস্থলে পৌঁছায়। নরসিংহপুরের কালেক্টর দীপক সাক্সেনা বলেছেন, এই সমস্ত শ্রমিক ট্রাকে লুকিয়ে তাঁদের বাড়ি ফিরছিল। তবে এদের মধ্যে একজন শ্রমিকের গত তিন ধরে জ্বর, সর্দি, কাশি রোগের উপসর্গ দেখা গিয়েছিল। আহত সকলের করোনা পরীক্ষা করা হবে।
সিভিল সার্জন অনিতা আগরওয়ালের জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় দু’জনকে জবলপুরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের মাথা গুরুতর জখম হয়েছে, অপরজনের মাথা ফ্র্যাকচার হয়ে গেছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন
নরসিংহপুর দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীরভাবে শোক প্রকাশ করেছেন। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য উত্তরপ্রদেশ সরকার অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। নিহতের পরিবারকে দুই লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। পাশাপাশি ঝাঁসি থেকে মরদেহগুলি নিয়ে এসে তাদের প্রত্যেকের জেলায় পৌঁছে দেওয়ার নির্দেশও দিয়েছেন।