মুখ্যমন্ত্রী শিবরাজের মহাকাল দর্শনের সময় বিপত্তি, ভিড়ের চাপে পদপিষ্ঠ বহু মানুষ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনা কালে বহুদিন বন্ধ থাকার পর সম্প্রতি গতমাসেই খুলে গিয়েছে উজ্জয়িনীর মহাকালেশ্বর শিব মন্দিরের (Mahakaleshwar Temple in Ujjain) দরজা। সেখানেই সোমবার ভগবান দর্শনের জন্য গিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী সহ কয়েক জন ভিআইপি ব্যক্তি। আর সেখানে দেখা যায় ভক্তদের উপছে পড়া ভিড়।

ঘটনাটি ঘটে সোমবার মহাকাল মন্দিরের চার নম্বর প্রবেশ দ্বারের বাইরে। সেখানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী সহ কয়েক জন ভিআইপি ব্যক্তি ভগবান দর্শনের জন্য গিয়েছিলেন। আর তাঁরা চলে যাওয়ার পর সেখানে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ভক্তরা অধৈর্য হয়ে পড়েন। এরপর তাঁদের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলে, একসঙ্গে সকলে হুড়মুড় করে ঢুকতে গেলে ঘটে বিপত্তি। সেখানে পদপিষ্ট হয়ে পড়েন অনেক মানুষ। বিশেষত বেশ কয়েকজন মহিলা এবং শিশু পদপিষ্ট হন।

পুলিশও ভিড় সামলাতে অক্ষম হয়ে পরে। যার ফলে এই দুর্ঘটনা ঘটে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে, পরবর্তীতে তাঁদের চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা প্রসঙ্গে উজ্জয়িনীর জেলাশাসক আশিস সিংহ জানিয়েছেন, ‘ভিড় নিয়ন্ত্রণ করার প্রসঙ্গে আমাদের পরিকল্পনা করতে হবে। প্রশাসনকে খেয়াল রাখতে যাতে করে করোনা বিধি লঙ্ঘিত না হয়। সামাজিক দূরত্ব বিধি নিশ্চিত করতে হবে আমাদের’। এই ঘটনায় মন্দিরের বিরুদ্ধে করোনা বিধি উলঙ্ঘন করার অভিযোগ উঠেছে।

X