স্কুলের মধ্যেই যৌন হয়রানির শিকার ৩ বছরের ২ শিশু! প্রতিবাদে সামিল হাজার হাজার মানুষ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আর জি কাণ্ডের জেরে উত্তাল গোটা রাজ্য তথা দেশ। শুধু তাই নয়, সর্বত্রই উঠেছে প্রতিবাদের রেশ। সঠিক বিচার পাওয়ার আশায় পথে নেমেছেন হাজার হাজার মানুষও। এমতাবস্থায়, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে এবং তদন্তভার হস্তান্তর করা হয়েছে সিবিআইয়ের হাতে। এদিকে, এই ঘটনার আবহেই ফের সামনে এল শিউরে ওঠার মতো ঘটনা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মাত্র তিন বছর বয়সী দুই স্কুল ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় মহারাষ্ট্রের (Maharashtra) বদলাপুরে তোলপাড় শুরু হয়েছে।

উত্তপ্ত মহারাষ্ট্র (Maharashtra):

এদিকে, বিষয়টি জানাজানি হতেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। শুধু তাই নয়, রাস্তায় বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি, স্থানীয় রেল স্টেশনেও পৌঁছে যান বিক্ষোভকারীরা। যার ফলে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের পর ওই ভিড় রেললাইন থেকে সরে গেলেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

In Maharashtra, 2 children of 3 years were sexually harassed in school.

উল্লেখ্য যে, মহারাষ্ট্রের (Maharashtra) থানে জেলার বদলাপুরে তিন বছর বয়সী দুই শিশু কন্যাকে যৌন হেনস্থার ঘটনা সামনে এসেছে। তারা দু’জনেই বদলাপুরের একটি কো-এড স্কুলে প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়ে। জানা গিয়েছে, একজন ঝাড়ুদার এই ঘৃণ্য কাজ করেছে। এদিকে, এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে যে, এই ঘটনাটি ঘটেছে গত ১২-১৩ অগাস্ট। ওই দুই ছাত্রীকে টয়লেটে নিয়ে গিয়ে ঘৃণ্য কাজ করে অভিযুক্ত ঝাড়ুদার। বর্তমানে অভিযুক্ত অক্ষয় শিন্ডেকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এই ঘটনায় তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি মঙ্গলবার জানান যে, “আমরা পকসো আইনে ব্যবস্থা নিয়েছি। এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় উপহার রেলের! এবার বন্দে ভারত হতে চলেছে ২৪ কোচের, থাকবে প্যান্ট্রি কারও

জানিয়ে রাখি যে, গত শুক্রবার রাতে দুই শিশুকন্যার পরিবারের সদস্যরা একটি মামলা দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে পরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এদিকে, এই ঘটনা জানাজানি হতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন লোকজন। বিপুল সংখ্যক মানুষ বদলাপুর রেলস্টেশনে পৌঁছে ট্রেন চলাচল বন্ধ করে দেন। পাশাপাশি, বিক্ষোভকারীরা অভিযোগ তোলেন যে ইন্সপেক্টর শুভদা শিতোল এই মামলা নথিভুক্ত করতে বিলম্ব করেন। যার ফলে সরকারের তরফে ওই ইন্সপেক্টরকে বদলিও করা হয়েছে।

আরও পড়ুন: এ কি কাণ্ড! বাবার সই জাল করে যুদ্ধ ঘোষণা করেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স? হইচই বিশ্বজুড়ে

প্রিন্সিপাল এবং শিক্ষক সহ একাধিক জনকে সাসপেন্ড করা হয়: এদিকে, ওই স্কুলের প্রশাসনও এই বিষয়ে যথেষ্ট কঠোর হয়েছে। ওই মডেল স্কুলের প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়ও, ওই স্কুলের শিক্ষক এবং পড়ুয়াদের নিয়ে আসা কর্মচারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টির পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন যে, “আমি পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করেছি। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে খুনের চেষ্টা, ধর্ষণের চেষ্টা, পকসোর মতো কঠোর ধারা আরোপের নির্দেশ দিয়েছে। আমি এই মামলাটির দ্রুত বিচার করার এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছি।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর