হায় হায়! পায়ের পরিবর্তে গোপনাঙ্গে অস্ত্রোপচার! হাসপাতালের বিরুদ্ধে FIR দায়ের আহতের বাবা-মার

   

বাংলাহান্ট ডেস্ক : মহারাষ্ট্রের এক সরকারি হাসপাতালের বেহাল দশা! নয় বছর বয়সী বালকটির পায়ের পরিবর্তে অপারেশন করা হলো গোপনাঙ্গে! ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) থানে জেলার শাহপুরের একটি সিভিল হাসপাতালে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই বালকটির বাবা-মা হাসপাতালের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বলে খবর।

মহারাষ্ট্রের থানে জেলার শাহপুরের একটি সিভিল হাসপাতালে ভর্তি ছিল  বালকটি। তার অস্ত্র প্রচার করার কথা ছিল পায়ে। কিন্তু পায়ের পরিবর্তে কিনা গোপনাঙ্গে অস্ত্রোপচার করা হলো এই সরকারি হাসপাতালে? এ ঘটনাকে কেন্দ্র করে বালকটির অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুরো বিষয়টি বিভ্রান্তির কারণে ঘটেছে বলে দায় এড়িয়েছেন চিকিৎসকরা।

আরোও পড়ুন : উত্তাল সমুদ্র! আজ রাত থেকেই টানা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, কতদিন চলবে? আবহাওয়ার খবর

বালকটির বাবা-মা জানিয়েছেন, গত মাসে তাদের সন্তান বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। সেই সময় কোন কারনে পায়ে আঘাত লেগে কেটে যায় বালকটির। ধীরে ধীরে ওই কেটে দেওয়া অংশে সংক্রমণ ছড়িয়ে পড়ে। এরপর তার মা-বাবা তাকে ১৫ই জুন হাসপাতালে ভর্তি করে। স্বপ্নীল নামক এক ডাক্তার আহতের অপারেশন করেন। অপারেশন থিয়েটার থেকে আহতকে বের করে আনা হলে সে জানায়, পায়ে নয় বরং গোপনাঙ্গে অপারেশন করা হয়েছে তার।

IMG 20240629 183727

অবশেষে চিকিৎসকদের বিষয়টা জানানো হলে, তারা আবার বালকটিকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তার পায়ে অস্ত্রোপচার। বর্তমানে বালকটির মা-বাবা তাকে বাড়ি নিয়ে যেতে অস্বীকার করেছেন। এ প্রসঙ্গে হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক গজেন্দ্র পাওয়ার জানান, তার পায়ের সংক্রমণ ছাড়াও গোপনাঙ্গে ফিমোসিসের সমস্যা ছিল। তাই গোপনাঙ্গে অস্ত্রোপচার করা হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর