বাংলাহান্ট ডেস্কঃ সময় এগিয়ে গেলেও, কুসংস্কার আর অন্ধবিশ্বাসের ঘেরাটোপ থেকে এখনও বেরোতে পারেনি মানুষজন। আজকের দিনেও ডাইনি অপবাদে হামলা চালানো হল এক মহিলা এবং তাঁর দুই মেয়ের উপর। মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানোও হয় তাঁদের। বর্তমানে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মালদহের (maldah) মোথাবাড়ি এলাকায়। জানা গিয়েছে, ঝাড়ফুঁক-তন্ত্রসাধনার মাধ্যমে প্রতিবেশিদের ক্ষতি করার অভিযোগে, তাঁদের উপর এই হামলা করা হয়। তাঁদের দাবি, ওই মহিলা ঝাড়ফুঁক-তন্ত্রসাধনার কাজ করতেন। যার ফলে এলাকার অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। সেইকারণে তাঁদের বড়ির সামনে সিসিটিভিও বসায় এলাকার মানুষজন। শুধুমাত্র সন্দেহের বশেই এমন কাণ্ড ঘটিয়েছে তাঁরা।
সূত্রের খবর, ওই মহিলার পরিবারে তাঁর স্বামী এবং দুই মেয়ে রয়েছে। মহিলা দুই মেয়ে নিয়ে সকালে বাড়ি থেকে কিছুটা দূরে এক আমবাগানে পাহারা দিতেন, আর তাঁর স্বামী রাতে সেই কাজ করতেন। এইভাবে চলতে চলতে গত সোমবার সন্ধ্যায় তাঁরা যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় ওই মহিলা এবং তাঁর দুই মেয়ের উপর চড়াও হয় কয়েকজন প্রতিবেশী। তাঁদের বেধড়ক মারধর করে ধারালো অস্ত্র হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপানোও হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তাঁরা।
এরপর সেখানে তাঁদের আর্তনাদ শুনে স্থানীয় কিছু মানুষ ছুটে আসে এবং তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। মেয়েরা ওখানেই ভর্তি থাকলেও, মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।