বাংলা হান্ট ডেস্ক : আমেরিকা ইরানের মধ্যে সম্পর্ক সেদিন থেকে একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে যেদিন থেকে বিশ্ববাজারে শুরু হয়েছে টালমাটাল অবস্থা। কখনো বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে হু হু করে কখনো বা সোনার দামে পড়েছে তার প্রভাব।
শেয়ারবাজারে তার প্রভাব পড়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এমনিতেই ভারতের বাজারে কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু এমন অবস্থা যদি আরো কিছু দিন স্থায়ী হয় তবে সোনার বাজার দাম বৃদ্ধি পাবে তা বলাই বাহুল্য। সোনা যে কত দামি তা বর্তমানে তার মহার্ঘ মূল্য দেখলেই বোঝা যাচ্ছে।
গত বুধবার সোনার দাম বেড়েছে দুই শতাংশ। গত সাত বছরে এই প্রথম প্রতি আউন্স সোনার দাম হয়েছে ১৬০০ ডলারের বেশি। মধ্যবিত্তের এই মুহূর্তে মাথায় হাত কারণ সামনে মাঘ ফাল্গুন মাসের বিয়ের মরসুম।
কলকাতায় এখন ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪১ হাজার ৭৮০ টাকা। চেন্নাইতে দাম ৪২ হাজার ৮৬০ টাকা। মুম্বইতে দাম ৪১ হাজার ১৫০ টাকা। দিল্লিতে দাম ৪১ হাজার ২৮০ টাকা। দাম বেড়েছে রুপোরও। গত তিন মাসের মধ্যে এই প্রথম রূপোর দাম ছুঁয়েছে আউন্স প্রতি ১৮.৬ ডলার। দেশের বাজারে এখন এক কেজি রুপোর দাম ৪৮,৮৭৫ টাকা।