লাখ টাকার iPhone ফিরিয়ে দিলেন মালিককে, ময়নাগুড়ির দরিদ্র টোটো চালকের সততাকে কুর্নিশ সবার

বাংলাহান্ট ডেস্ক : অনেক সময় রাস্তাঘাটে চলাফেরা করার দরুন আমাদের মোবাইল-মানিব্যাগ বা অন্যান্য দামি জিনিসপত্র হারিয়ে যায়। বেশিরভাগ সময় সেই সব জিনিসের আর খোঁজ পাওয়া যায় না। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা সেই সব জিনিস কুড়িয়ে ফেলে তা সঠিক মালিকের কাছে পৌঁছে দেন।

ঠিক যেমনটা করলেন ময়নাগুড়ি ব্লকের শলতলি এলাকার বাসিন্দা মিত্র মন্ডল। মিত্র মন্ডল পেশায় টোটো চালক। শলতলির রাস্তায় এই টোটো চালক পড়ে থাকতে দেখেন একটি আইফোন। এরপর তিনি উদ্ধার করেন সেটিকে। এরপর সেই আইফোনে ফোন আসলে ফোনটি রিসিভ করেন।

ফোন রিসিভ করে তিনি বলেন যে তার কাছে মোবাইলটি সংরক্ষিত আছে। এরপর ওই ফোনের আসল মালিক রবীন্দ্র ঘোষ পৌঁছান ওই টোটো চালকের কাছে। সেখানে অনেকের উপস্থিতিতে রবীন্দ্র বাবুর হাতে তার ফোন তুলে দেন মিত্র মন্ডল। ফোন পেয়ে স্বাভাবিকভাবেই খুশি রবীন্দ্র ঘোষ। 

আরোও পড়ুন :

তিনি জানিয়েছেন,”অনেকেই রয়েছেন যারা ফোন কুড়িয়ে ফেলে আর ফেরত দেন না। আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল। ফেরত পেয়ে খুব ভালো লাগছে। এমন লোক এখনো আছেন যাদের বিশ্বাস করা যায়। ওনাকে অনেক ধন্যবাদ।” ধূপগুরি ঘোষ পাড়ার কয়েকজন যুবক গত রবিবার আসেন জল্পেশ মন্দিরে।

আরোও পড়ুন : বন্দে ভারতের যুগেও রেল ট্র্যাকে নামল নতুন রাজধানী এক্সপ্রেস! জেনে নিন কোন রুটে চলবে

এরপর টোটো করে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে যায় রবীন্দ্র ঘোষের মোবাইল ফোনটি। শলতলির রাস্তায় সেই ফোনটি কুড়িয়ে পান টোটো চালক মিত্র মন্ডল। এরপর আসল মালিকের কাছে খবর গেলে সেদিন সন্ধ্যা বেলায় মিত্র মন্ডলের কাছে এসে নিজের মোবাইল ফোনটি উদ্ধার করেন রবীন্দ্রবাবু।

img 20230816 wa0052

এই ঘটনায় পেশায় টোটো চালক মিত্র মন্ডল বলেছেন, “রাস্তায় মোবাইলটি পড়ে থাকতে দেখি। এরপর সেটিকে ফিরিয়ে দিই আসল মালিকের কাছে। ভালো লাগছে ফোনটি ফিরিয়ে দিতে পেরে।” টোটো চালকের এই মানবিক রূপ দেখে স্বাভাবিকভাবেই খুশি মোবাইল ফিরে পাওয়া রবীন্দ্র বাবু।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর