মুখ খুললেই গাঁজা কেসে জেলে! ৪২ লাখ টাকার টেন্ডার ঘিরে তৃণমূলে তুমুলে গোষ্ঠীদ্বন্দ্ব

বাংলাহান্ট ডেস্ক : আবারো দিনে দুপুরে খোলা রাস্তায় তৃণমুলের (Trinamool Congress) গোষ্ঠী কোন্দল ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমানে। ৪২ লক্ষ টাকার টেন্ডার নিয়ে দ্বন্দ্ব চরমে ওঠে তৃণমূলের নেতাদের মধ্যেই। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট এলাকার পঞ্চায়েত সদস্যরা তাদেরই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আঙুল তুললেন ঠিকাদারদের কাছ থেকে মিথ্যে চাকরির বিনিময়ে টাকা আদায়ের অভিযোগে।

ভাল্যগ্রাম পঞ্চায়েতের এক সদস্য অভিযোগ করেন, “পঞ্চায়েত প্রধান ও এক সদস্য চাকরি দেওয়ার নাম করে ঠিকাদারদের কাছ থেকে অগ্রিম লক্ষ লক্ষ টাকা নিয়েছে । চাকরি তো মেলেইনি উল্টে মুখ খুললেই গাঁজা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তারা। তাই কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না”

এই ৪২ লক্ষের টেন্ডারকে কেন্দ্র করে তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। একদল অভিযোগ করেছে, সরকার থেকে রাস্তা তৈরি ও অন্যান্য উন্নয়নের স্বার্থে যে লক্ষ লক্ষ টাকা আসে তা আদৌ কোনো কাজে লাগানো হয় না বরং সেই টাকা যায় কোথায় তা জানতে পারেন না পঞ্চায়েতের বেশিরভাগ সদস্যই। আবাস যোজনায় টাকা পাইয়ে দেওয়ার নামে পঞ্চায়েতের প্রধান প্রদীপ চট্টরাজের বিরুদ্ধে টাকা তছরুপের আঙুল উঠেছে সরাসরি।

Untitled design 2022 08 27T172746.021

এক সদস্য আবার অভিযোগ করেছেন, “পঞ্চায়েতের খাতায় জোর করে বন্দুক দেখিয়ে সই করানো হয়।” অপরদিকে, সকল অভিযোগের আঙুল যার দিকে, সেই প্রদীপ চট্টরাজ জানিয়েছেন, ” আমাদের ৪ জনের আলোচনায় সব কিছু হলেও সিদ্ধান্ত সকলেই দেয়, তারা লিখিত ভাবে সম্মতি দিলে তবেই কোনো কাজ হয়। ৪০ লক্ষের টেন্ডার হবে অবশ্যই, হলে দেখতেই পারবে সবাই, কিন্তু এই জন্য কারোর থেকে কোনো টাকা নেওয়া হয়নি।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর