প্রকাশ্য রাস্তায় চলন্ত লরিতে চাঞ্চল্যকর কাণ্ড! ধরা পড়তেই উত্তমমধ্যম দিল জনতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এক দুঃসাহসিক ডাকাতির চেষ্টার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার সোদপুরে। সোদপুরের মত ব্যস্ত জায়গায় অভিযোগ উঠল লরিতে ডাকাতির চেষ্টার। ডাকাতিতে বাধা দেওয়ায় দুষ্কৃতীর হাতে আক্রান্ত লরি চালক। এরপরে স্থানীয় বাসিন্দারা এসে ধরে ফেলে দুষ্কৃতিকে। অভিযোগ তাকে গণধোলাইও দেয় স্থানীয় বাসিন্দারা। খড়দহ থানার পুলিশ খবর পেয়ে পৌঁছায় ঘটনাস্থলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, একটি পেট্রোল পাম্প থেকে জ্বালানি ভরে বিটি রোড ধরে বেলঘরিয়ার দিকে যাচ্ছিল লরিটি। চালক দাবি করেছেন এই লরির মধ্যে মজুদ ছিল অনেক মূল্যবান জিনিসপত্র। আচমকা মাঝ রাস্তায় দুইজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্য নিয়ে চড়াও হয় লরির উপর। ঘটনার আন্দাজ পেয়ে সোদপুর ধানকল মোড়ে লরি থামিয়ে ডাকাতিতে বাধা দিতে যান লরি চালক।

লরি চালকের অভিযোগ, ডাকাতিতে বাধা দেওয়ায় এক দুষ্কৃতী তাকে ব্যাপকভাবে প্রহার করে। এরপর ঘটনা বুঝতে পেরে ওই জায়গায় জড়ো হন স্থানীয় বাসিন্দারা। এক দুষ্কৃতী ওই জায়গা থেকে পালিয়ে গেলেও অন্য দুষ্কৃতী অস্ত্র নিয়ে স্থানীয় বাসিন্দাদের উপরও হামলা চালায়। কিন্তু সেখানে উপস্থিত জনতা তাকে ধরে ফেলতে সক্ষম হয়। ঘটনাটিকে ঘিরে সোদপুর বি টি রোড সংলগ্ন ধানকল মোড়ে সৃষ্টি হয় তুমুল উত্তেজনার।

স্থানীয় বাসিন্দারা ওই দুষ্কৃতিকে গণপ্রহার করে। খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী খবর পেয়ে পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ এক দুষ্কৃতীকে আটক করে নিয়ে যায় থানায়। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর নিরাপত্তাজনিত বিষয়ে প্রশ্ন তুলছেন পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X