গলায় নেই গয়না, মুখে নেই মেকআপ! তবুও এই সুন্দরী আম্বানিদের বিয়েতে নজর কাড়লেন সবার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র হাতে গোনা কিছুদিন। তারপর শুরু হয়ে যাবে মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানির বিবাহ অনুষ্ঠান। আগামী ১২ তারিখ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্ট (Radhika Marchant)। ভারতীয় ধনকুবেরের কনিষ্ঠ সন্তানের বিয়ে ঘিরে এখন উন্মাদনা তুঙ্গে।

মুকেশ আম্বানিদের (Mukesh Ambani) অনুষ্ঠানে এই মহিলাকে নিয়ে চর্চা

এমনিতেই গত মার্চ মাসে হয়ে যাওয়া অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং অনুষ্ঠান নজর কেড়েছিল সবার। এবার অপেক্ষা বিয়ের অনুষ্ঠানের। মুম্বাইতে মুকেশ আম্বানির বাড়ি আটলান্টায় বেশ কিছুদিন হল শুরু হয়েছে অনন্ত আম্বানির বিয়ের প্রস্তুতি পর্ব। গত ৩ জুলাই সেখানেই আয়োজন করা হয় মামেরু আচারের। এই অনুষ্ঠানে আম্বানি পরিবার ও মার্চেন্ট পরিবারের সকল অতিথিরা উপস্থিত ছিলেন।

আরোও পড়ুন : সারাজীবন কুমারী নর্মদা নদী! পিছনে রয়েছে কোন ধর্মীয় আর বৈজ্ঞানিক কারণ?

অতিথিদের সাজ পোশাক ছিল চোখে পড়ার মতো। চোখ ধাঁধানো গহনা থেকে শুরু করে দামি শাড়ি, দেখে মনে হবে যেন এটিই একটি বিয়ের অনুষ্ঠান। তবে এত ঐশ্বর্য ভরা সাজ পোশাকের মধ্যেও সবার নজর কেড়েছেন একজন মহিলা। এই মহিলাকে দেখা যায়নি দামি গয়নায়। তার সাজপোশাকও ছিল অত্যন্ত সাধারণ।

আরোও পড়ুন : খুলে যাচ্ছে আঁচল! অম্বানির ছেলের সঙ্গীতে লাইমলাইটে অমিতাভের নাতনি, হু হু করে ভাইরাল ভিডিও

তবে তার প্রাকৃতিক সৌন্দর্য কেড়ে নিয়েছে লাইম লাইট। সোশ্যাল মিডিয়ায় এই মহিলা এখন বেশ ভাইরাল। বহু মানুষ প্রশংসা করেছেন এই মহিলার প্রাকৃতিক সৌন্দর্যের। এই মহিলা মামেরুর অনুষ্ঠানে এসেছিলেন স্বামীর সাথে। পিচ রঙের লাহরিয়া শাড়িতে দেখা গেছে এই মহিলাকে। জরির কাজ করা এই শাড়িটির সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে সিতারের কাজ ও স্ক্যালপ লেস।

এই শাড়ির সাথে মহিলাটি পরেছিলেন সোনালী রঙের হাইনেক ব্লাউজ। এই অনুষ্ঠানে যখন অন্যান্য অতিথিদের দেখা গেছে দামি দামি গয়না পরিহিত অবস্থায়, তখন এই সুন্দরী মহিলা শুধু কানে দুল আর হাতে একটি হীরের ব্রেসলেট পরেছিলেন। এবার আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে মুকেশ আম্বানি (Mukesh Ambani) পরিবারের অনুষ্ঠানে আসা এই সুন্দরী মহিলাটি কে?

আপনাদের জানিয়ে রাখি ইনি হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) পুত্রবধূ রাধিকা মার্চেন্টের বড় বোন অঞ্জলি মার্চেন্ট। অঞ্জলি বিবাহিতা এবং তিনি একজন মা। সংসারের পাশাপাশি বাবার অফিসের গুরুত্বপূর্ণ পদও সামলান অঞ্জলি। অত্যন্ত সুন্দরী অঞ্জলি সব সময় ধরা দেন অত্যন্ত সাধারণভাবে। বোনের বিয়ের অনুষ্ঠানে তিনি সবার সামনে সাধারণভাবে এসে জয় করে নিলেন বহু মানুষের মন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X