বাংলা হান্ট ডেস্ক: শ্বশুরবাড়িতে আগুন লাগিয়েছিল যুবক। তার সাজাও পেয়েছিলেন তিনি। শ্বশুরবাড়িতে আগুন লাগানোর অপরাধে জামাইকে গ্রেফতার করেছিল পুলিশ। এমনকি দীর্ঘদিনের জন্য শ্রীঘরে পর্যন্ত ঠাঁই হয়েছিল যুবকের। কিন্তু, ‘জেলের ভাত’ হজম হতেই থুড়ি জেল খেটে ফিরে এসে আবারও সেই একই কাণ্ড ঘটাল যুবক। এমন ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের ভগবানগোলার ওলাপুর এলাকা। ‘গুণধর’ জামাইকে ধরে আবারও পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে ভগবানগোলার ওলাপুর এলাকায় শ্বশুরবাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে রামচাঁদবাটি গ্রামের বাসিন্দা সুমন শেখের বিরুদ্ধে। পুলিশ সেই ঘটনায় সুমনকে গ্রেফতার করে। কয়েক মাস জেল খাটার পর ফিরে আসে সুমন।
বুধবার সকালে সেই সুমনই আবার শ্বশুরবাড়িতে অগ্নিসংযোগ করতে যায় বলে অভিযোগ। সেই সময় সুমনকে হাতেনাতে পাকড়াও করেন প্রতিবেশীরা। সুমনকে বেঁধে রাখা হয়। এর পর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সুমনকে আটক করেছে। যদিও সুমন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কী কারণে সুমনের শ্বশুরবাড়ির উপর ক্ষোভ তা খতিয়ে দেখছে পুলিশ। সে বলেছে, ‘এর আগে বাড়ি পুড়িয়ে ছিলাম। আগের কেস নিয়ে আমাকে মারধর করেছে। গতকাল রাত্রে আমার বাড়ি পুলিশ গিয়েছিল। কে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল জানিনা। এগারোটার সময় আমি থানায় গিয়েছিলাম এরপর আমি বাড়ি চলে আসি। সকালে রাস্তায় আমাকে দেখেই হাঁসুয়া দিয়ে তারা করেছে। এরপর বাগানের দিকে যেতেই আমাকে ধরে নেয়। তারপর আমাকে মারধর করে। এর আগে আগুন ধরিয়ে দিয়েছিলাম। এইবার করিনি। এই বাড়ির সঙ্গে আমি কোনও সম্পর্ক রাখতে চাই না। এখন যা করার করুন!’