নন্দীগ্রামে BJP নেতা খুন! মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান সহ ছ’জনের নাম CBI চার্জশিটে

বাংলা হান্ট ডেস্কঃ ভোট পরবর্তী হিংসার জের। নন্দীগ্রামে (Nandigram) বিজেপি নেতা (BJP Leader) খুনে এবার মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান (Sheikh Sufian) সহ ছ’জনের নাম চার্জশিটে পেশ করল সিবিআই (CBI)। নন্দীগ্রামের বিজেপি নেতা দেবব্রত মাইতি (Debabrata Maity) খুনের মামলায় হলদিয়ার বিশেষ আদালতে সোমবার চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ঠিক কী ঘটেছিল? ২০২১ এর ভোটে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিপক্ষে প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী। শেখ সুফিয়ান ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট। ভোট পরবর্তী হিংসা মামলায় নাম জড়িয়েছিল তাঁর। পূর্বে হলদিয়ার সিবিআই ক্যাম্পে সুফিয়ান-সহ বাকি অভিযুক্তদের একাধিকবার জিজ্ঞাসাবাদও করেছিল তদন্তকারী আধিকারিকগণ।

বর্তমানে সেই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই। মহামান্য আদালতের নির্দেশে এই তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একুশের হিংসা মামলার পরই নন্দীগ্রামে পৌঁছেছিল কেন্দ্রীয় টিম। ভোট পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে হেলিকপ্টার নিয়ে নন্দীগ্রামের পরিস্থিতি দেখতে গিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।

Sheikh Sufian

অন্যদিকে, আদালতের নির্দেশে সিবিআই সুফিয়ানের বিরুদ্ধে তদন্ত শুরু করার পরেই সুফিয়ান রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তবে হাইকোর্ট তাঁর সেই আর্জি খারিজ করে। এরপরই সুরক্ষাকবচ চেয়ে তারপর সুপ্রিম কোর্টে যান সুফিয়ান। সেখানেই সুরাহা পান। শীর্ষ আদালত রক্ষাকবচ দেয় তাঁকে। বর্তমানেও সেটার ছত্রছায়াতেই রয়েছেন সুফিয়ান।

অন্যদিকে, সোমবার ভোট পরবর্তী হিংসা মামলায় চার্জশিটে তাঁর নাম প্রকাশ করল সিবিআই। তবে সেই শুরু থেকেই শাসকদলের অভিযোগ, মামলায় উদ্দেশ্যমাফিক সুফিয়ানের নাম জড়ানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায়ও আঙ্গুল তুলেছে তৃণমূল।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর