অদ্ভুত! চুরি করার মতো কিছু না পেয়ে রেখে গেল ৫০০ টাকার নোট, চোরের কাণ্ডে হতবাক সবাই

বাংলাহান্ট ডেস্ক : চোরের দল চুরির উদ্দেশ্যে তালা ভেঙেছিল এক গৃহস্থ বাড়ির। কিন্তু শতবার খুঁজেও সেই বাড়ি থেকে চুরি করার মতো কিছু পাননি তারা। তাই শেষে ওই বাড়িতে ৫০০ টাকার নোট রেখে গেলেন চোরেরা। চোরেদের এমনই আজব কাণ্ডের খবর প্রকাশ্যে এসেছে নিউ দিল্লি (New Delhi) থেকে।

নয়াদিল্লির রোহিণীর সেক্টর আট এলাকার এই ঘটনায় রীতিমতো হতবাক গৃহকর্তা। সূত্রের খবর, এক বা একাধিক চোর চুরির উদ্দেশ্যে দিল্লির এক বৃদ্ধের বাড়িতে হানা দেয় ২১ তারিখ রাতে। সেই সময় ওই বাড়িতে উপস্থিত ছিলেন না কোনও সদস্য। ওই বাড়ির গৃহকর্তা ৮০ বছর বয়সী বৃদ্ধ এম রামকৃষ্ণ।

তিনি বাড়ি ফিরে দেখেন তার বাড়ির দরজার তালা ভাঙা। বৃদ্ধের বুঝতে সময় লাগেনি যে তার বাড়িতে চোর এসেছিল। এরপর দরজা খুলে ভেতরে ঢুকতে তিনি একটি ৫০০ টাকার নোট মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর ওই বৃদ্ধ যোগাযোগ করেন পুলিশের সাথে। বৃদ্ধ গৃহকর্তার দাবি এই ৫০০ টাকার নোটটি রেখে গিয়েছে চোরেরা।

203893 img 20180825 wa0010

অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এম রামকৃষ্ণ স্ত্রীর সাথে গত ১৯ তারিখে গুরুগ্রামে তার ছেলের বাড়িতে গিয়েছিলেন। বৃদ্ধর এক প্রতিবেশী ২১ তারিখ ফোন করে জানান যে তার বাড়ির তালা ভাঙা। তড়িঘড়ি ছেলের বাড়ি থেকে ফিরে আসেন ওই বৃদ্ধ। এরপর গোটা ঘটনা ওই বৃদ্ধ জানান স্থানীয় থানাকে। কে বা কারা বৃদ্ধর বাড়ির তালা ভাঙল সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর