বাংলাহান্ট ডেস্ক : সোমবারের দুপুর। ভিড়ে ঠাসা মুর্শিদাবাদের নিউ ফারাক্কা রেল স্টেশন (New Farakka Junction)। হঠাৎ করেই চমকে উঠলেন স্টেশন চত্বরে অপেক্ষারত যাত্রীরা। সবার নজর গিয়ে পড়ে এক সিভিক ভলান্টিয়ার এবং তাঁকে বেধড়ক মারধর করা এক ব্যক্তির দিকে। আচমকাই এমন ঘটনা ঘটতেই দেখে প্রাথমিক অবস্থায় হতভম্ব হয়ে যান বহু মানুষই।
ঘটনার আকস্মিকতা দুই ব্যক্তিকে ছাড়াতে ছুটেও যান বেশ কয়েকজন। জানা যায়, আক্রমণকারী ব্যক্তি নিজেকে পুলিশ আধিকারিক বলে পরিচয় দিতেই স্টেশনে উপস্থিত ব্যক্তিরা কেউই আর তাকে বাধা দেওয়ার সাহস পাননি। প্রায় ১৫ মিনিট ধরে এই মারামারি চলে। আক্রান্ত ওই সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) নাম রবীন্দ্রনাথ চৌধুরী।
এখন প্রশ্ন হচ্ছে ঠিক কী ঘটেছিল ঘটনার দিন ? রবীন্দ্রনাথ চৌধুরী সোমবার সকালে নিউ ফরাক্কা স্টেশনে ডিউটি দেওয়ার সময়েই আচমকায় দু’দল যাত্রীর মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে তিনি সেই দুই দল যাত্রীদের শান্ত করার চেষ্টা করেন। এরপর রবীন্দ্রনাথ ঘটনার প্রতিবাদ করলে মদ্যপ (Drunk) যাত্রীরা পাল্টা তাঁকে গালিগালাজ করে বলে অভিযোগ।
কাটাকাটি চরমে উঠলে ওই মদ্যপ ব্যক্তিদের মধ্য থেকে হঠাৎই একজন নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারকে মারতে শুরু করে। একের পর এক এলোপাথাড়ি লাথি-ঘুষি মারা। প্রথমদিকে অবশ্য অন্য কোনও যাত্রীরা এই ঘটনার প্রতিবাদ না করে মোবাইল ফোনে গোটা ঘটনাটি রেকর্ড করতে ব্যস্ত হয়ে পড়েন।
ফারাক্কা স্টেশনে সিভিককে ধরে মারধর, কে এই ব্যক্তি? pic.twitter.com/xioq1MQsvf
— Bangla Hunt (@BanglaHunt) March 28, 2023
বেশ কিছুক্ষণ পর কিছু নিত্যযাত্রী এগিয়ে আসেন। শেষমেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে খবর যায়। ঘটনাস্থলে ছুটে আসেন জিআরপি কর্তারা। কিন্তু তত ক্ষণে অভিযুক্তরা পালিয়েছেন। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সিভিক ভলান্টিয়ার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।