গাঁজার নেশায় নিজের বাড়িতেই লাগালেন আগুন! হুঁশ ফিরে যা দেখলেন, চক্ষু চড়কগাছ

বাংলাহান্ট ডেস্ক : গাঁজার (Cannabis) নেশার বশে নিজের বাড়িতে আগুন ধরিয়ে দিলেন এক যুবক। নেশা কাটার পর দেখলেন স্ত্রী সন্তান সহ বসে রয়েছেন রাস্তায়। মাথার ছাদটুকু অব্দি নেই। এমনকি এই যুবক বিশ্বাস করতে পারছেন না যে তিনি নিজেই এই কাজ করেছেন। ঘটনাটি ওড়িশার (Orissa) কন্ধমালের। পুলিশ সূত্রের খবর এই যুবকের নাম প্রদীপ নায়েক।

শনিবার রাতে গাঁজা সেবন করে নেশার বশবর্তী হয়ে এই যুবক আগুন ধরিয়ে দেন নিজের বাড়িতে। এই যুবকের বাড়ি প্রত্যন্ত এলাকায়। তাই এই ঘটনার জানাজানি হয় সোমবার। এরপর প্রশাসনের সহায়তায় একটি আশ্রয়স্থলে ঠাঁই পেয়েছেন প্রদীপ ও তার পরিবার। প্রদীপের পরিবারকে আশ্রয়স্থলে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হয়েছে।

প্রদীপ জানিয়েছেন, পারিবারিক একটি বিবাদ চলছে জমি জমা সংক্রান্ত বিষয়। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অশান্তিতে ভুগছিলেন তিনি। কিন্তু নেশার ঘোরে তিনি বুঝতে পারেননি যে নিজেই নিজের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। পরিবারের লোকেদের দাবি, শনিবার রাতে চিৎকার চেঁচামেচি করে বাড়ির ভেতর থেকে লোকেদের বাইরে নিয়ে আসেন প্রদীপ। এরপর কিছু কথাবার্তা পর তিনি আগুন ধরিয়ে দেন বাড়িতে।

home in fire

লোকালয় থেকে খানিকটা দূরে অবস্থিত প্রদীপের বাড়ি। এরপর আগুনের শিখা দেখে সেই জায়গায় জড়ো হন স্থানীয়রা। এরপর দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রদীপের বাড়িতে আগুন ধরানোর মুহূর্ত চুপিসারে স্থানীয় এক যুবক মোবাইলে ক্যামেরাবন্দি করেন। এরপর নেশা কাটলে প্রদীপকে সেই ভিডিও দেখালে আক্ষেপ করে প্রদীপের বক্তব্য, “খুব ভুল হয়েছে। একটু বেশি নেশা করে ফেলেছিলাম।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর