‘মেয়ে বলেই ….’ আজীবন কীসের আক্ষেপ থেকে যাবে শোলাঙ্কি রায়ের?

বাংলা হান্ট ডেস্ক : বাংলা বিনোদন জগতের দাপুটে একজন অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)। বাংলা সিরিয়ালের হাত ধরেই অভিনয় জগতে প্রথম হাতেখড়ি হয়েছিল তাঁর। ছোটোখাটো মিষ্টি চেহারার সুন্দরী এই নায়িকা বরাবরই ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করতেই পছন্দ করেন। পর্দায় নিজের নিখুঁত অভিনয় দিয়েই শোলাঙ্কি (Solanki Roy) বারবার মন জয় করেছেন দর্শকদের।

মেয়ে হওয়ার জন্য কীসের আক্ষেপ শোলাঙ্কি রায়ের (Solanki Roy)?

ছোট পর্দার পাশাপাশি শোলাঙ্কি (Solanki Roy) বেশ জনপ্রিয় বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজের দুনিয়াতেও। ছোটপর্দার এই দাপুটে অভিনেত্রী বাস্তব জীবনেও দারুন স্পষ্টবাদী। পাশাপাশি শোলাঙ্কি বরাবরই দারুন সমাজ সচেতন-ও। তাই কলকাতার তিলোত্তমা হত্যার নারকীয় ঘটনার প্রতিবাদে প্রথম থেকে সরব তিনি।  ইতিমধ্যে একাধিক প্রতিবাদ মিছিলে সুর চড়াতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।

মেয়েদের রাত দখ দখলে পথে নামার পাশাপাশি আন্দোলনকারীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাত জগতেও দেখা গিয়েছে শোলাঙ্কিকে। তবে নিজের ব্যক্তিগত মতামত জানিয়ে একবার অভিনেত্রী বলেছিলেন, তিনি মনে করেন মেয়ে হলে জন্মালে কিছুটা হলেও পিছিয়ে থাকতেই হয়। আর সেটাই তাঁর কাছে তার সবচেয়ে দুঃখের বিষয়।

আরও পড়ুন : ফিরছে ঋত্বিক-অন্বেষার এভারগ্রীন জুটি! ঘোষণা হল স্লট, ‘আনন্দী’র কোপে বন্ধ হচ্ছে কোন মেগা?

পুরনো এক সাক্ষাৎকারে সংগীত বাংলাকে এ প্রসঙ্গে শোলাঙ্কি বলেছিলেন, ‘আমি মেয়ে তাই আমাকে অনেক বেশি বিচার করা হয়। আমি মেয়ে তাই রাস্তাঘাটে চলাটা যতটা স্বাচ্ছন্দে হওয়া উচিত, একজন ছেলে যেটা পারে, সেটা আমি পারি না। কারণ আমি মেয়ে। আমি মেয়ে তাই আমাদের অনেক বেশি সাফার করতে হয়। কি জামা কাপড় পরবে থেকে শুরু করে তুমি কী খাবে? কীভাবে চলবে? প্রতিটা জিনিস বলে দেওয়ার জন্যে গোটা একটা সমাজ দাঁড়িয়ে আছে। কারণ তুমি মেয়ে। এটাই দুঃখের।’

Solanki Roy

এখানেই শেষ নয়, ঐসময় শোলাঙ্কির কাছে জানতে চাওয়া হয়েছিল, পুরুষদের মেয়েদের প্রসঙ্গে কোন বিষয়টা মাথায় রাখা উচিত? জবাবে শোলাঙ্কি বলেছিলেন, ‘যত্নে রাখতে হয়’। প্রসঙ্গত, শোলাঙ্কি একা নয়, প্রায় সব মেয়েদেরই এটাই মনের কথা।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর