বাংলাহান্ট ডেস্কঃ দীপাবলিতে দেশবাসীকে বড় উপহার দিয়ে পেট্রোল ডিজেলের (petrol disel) উপর থেকে কিছুটা করে ভ্যাট কমিয়েছে কেন্দ্র সরকার। যার ফলে পেট্রোলের উপর থেকে লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের উপর প্রতি লিটারে কমেছে ১০ টাকা। আর সরকারের এই ঘোষণার পর বেশকিছু রাজ্য, এমনকি কেন্দ্রশাসিত অঞ্চলও কিছুটা ছাড় দিয়ে দাম কমিয়েছে পেট্রোপণ্যের।
তবে এখনও বেশ কিছু রাজ্য সরকার কেন্দ্রের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত হতে পারেনি। যার ফলে এমনও অনেক সময় দেখা গিয়েছে, সীমান্তবর্তী এলাকার মানুষজন এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কম দামে পেট্রোল ডিজেল কিনে আনছেন। তবে দাম কমায়নি বাংলার সরকারও।
আজকের দিনে দাঁড়িয়ে দিল্লীতে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০৩.৯৭ টাকা এবং ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা।
মুম্বাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০৯.৯৮ টাকা এবং ডিজেলের দাম ৯৪.১৪ টাকা।
চেন্নাইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০১.৪০ টাকা এবং ডিজেলের দাম ৯১.৪৩ টাকা।
কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা।
গঙ্গানগরে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ১১৬.২৭ টাকা এবং ডিজেলের দাম ৯৪.৭৮ টাকা।
পোর্ট ব্লেয়ারে পেট্রোলের দাম লিটার প্রতি হয়েছে ৮২.৯৬ টাকা এবং ডিজেলের দাম ৭৭.১৩ টাকা।
হিসেব বলছে, অবিজেপি শাসিত রাজ্য হয়েও রাজস্থানের গঙ্গানগরে যেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ১১৬.২৭ টাকা, সেখানে অবিজেপি শাসিত হয়েও পোর্ট ব্লেয়ারে ৮২.৯৬ টাকায় পাওয়া যাচ্ছে এক লিটার পেট্রোল।
জানিয়ে রাখি, প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তীত হয় এবং নতুন দাম প্রযোজ্য হয়। এছাড়াও ইন্ডিয়ান অয়েল গ্রাহকরা 9224992249 নম্বরে, RSP এবং BPCL গ্রাহকরা 9223112222 নম্বরে RSP লিখে দাম জানতে পারবেন। আবার এইচপিসিএল গ্রাহকরা 9222201122 নম্বরে HPPprice পাঠিয়েও দাম জানতে পারবেন।