বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেকটি সংসারে মহিলারা প্রধান স্তম্ভ। তাদের উপর থাকে সংসারের যাবতীয় দায়িত্ব। এমনকি অনেক সময় বাড়ির পুরুষেরা বিপদে পড়লে মহিলারা তাদের সঞ্চিত অর্থ কিংবা গহনা থেকে তাদের সাহায্য করেন। কেন্দ্রীয় সরকার (Central Government) মহিলাদের জন্য বিভিন্ন ধরনের স্কিম বা প্রজেক্ট মাঝেমধ্যেই নিয়ে আসে।
এবার ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে এমনই একটি স্কিম নিয়ে আসা হয়েছে মহিলাদের জন্য। প্রতিদিন সামান্য কিছু করে টাকা জমালে বড় অংশের রিটার্ন পাবেন বাড়ির মহিলারা। ১০০ টাকার গুণিতকে এরপর থেকে অ্যাকাউন্ট হোল্ডাররা বিনিয়োগ করতে পারবেন। ফলে, সামান্য কিছু টাকা জমিয়েই কয়েকদিনের মধ্যেই মালামাল হয়ে যাবেন।
এই স্কিমে বিনিয়োগের জন্য আপনারা যে কোনও নিকটবর্তী পোস্ট অফিসে যেতে পারেন। সেখানে গিয়ে আপনাদের বলতে হবে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (Mahila Samman Saving Certificate) অ্যাকাউন্ট খুলতে চান। এরপর মাত্র এক হাজার টাকা বিনিয়োগ করে আপনারা এই স্কিমের অন্তর্ভুক্ত হতে পারেন।
সর্বোচ্চ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে এই স্কিমে। নিয়ম অনুযায়ী মহিলারা একাধিক এই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে প্রথম অ্যাকাউন্ট খোলার তিন মাস পর দ্বিতীয় অ্যাকাউন্ট খোলা যায়। সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে বিনিয়োগের ঊর্ধ্বসীমা। এই স্কিমে কেমন রিটার্ন পাওয়া যায় ?
উদাহরণস্বরূপ বলা যায়, প্রতিদিন ২৬৭ টাকা করে জমালে এক মাস পর আপনার সঞ্চিত অর্থের পরিমাণ দাঁড়াবে ৮০১০ টাকা। তিন মাস পর সেটি হবে ২৪ হাজার ৩০ টাকা। এইভাবে প্রতিদিন অল্প অল্প করে টাকা জমিয়ে বড় অংশের টাকা আপনি একটা সময় লাভ করতে পারবেন। এই স্কিমে সরকার আপনাকে ৭.৫ শতাংশ হারে সুদ প্রদান করবে।