নজিরবিহীন কাণ্ড প্রেসিডেন্সিতে! শৌচাগারে ছাত্রীদের আপত্তিকর ভিডিও, তোলপাড় বিশ্ববিদ্যালয় জুড়ে

বাংলাহান্ট ডেস্ক : এবার নারী সুরক্ষা নিয়ে বড়সড়ো প্রশ্নের মুখে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় (Presidency University)। শৌচাগারে ছাত্রীদের আপত্তিকর ভিডিও তোলা নিয়ে তোলপাড় প্রেসিডেন্সির অর্থনীতি বিভাগ। অভিযোগ এই বিশ্ববিদ্যালয়েরই স্নাতক স্তরের এক ছাত্র লুকিয়ে ছাত্রীদের শৌচাগারের ভিডিও বন্দি করেছে মোবাইলে। সেই মুহূর্তেই ছাত্রটি ধরা পড়ে যায়।

এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একাংশ ছাত্রীদের অভিযোগ, ক্যাম্পাসে যে শৌচাগার তারা ব্যবহার করেন সেখানে পুরুষ ও মহিলাদের জন্য ভালোভাবে কোনও পার্টিশন নেই। যে পার্টিশন করা রয়েছে তাতে সহজেই উপর দিয়ে উঁকি ঝুঁকি করা যায়। অভিযোগ স্নাতক স্তরের এক ছাত্র সেই পার্টিশনের উপর দিয়ে মোবাইল ফোনে ছাত্রীদের ভিডিও (Video) করছিল।

ঘটনা জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় শহরের অন্যতম প্রসিদ্ধ এই কলেজে। ঘটনাটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের।
ভিডিও করার সময় এক ছাত্রী ধরে ফেলে ওই ছাত্রকে। ছাত্রটি সেই মুহূর্তেই ক্ষমা চেয়ে মিটিয়ে নেয় বিষয়টি। জানা গিয়েছে লোক লজ্জার ভয়ে ছাত্রীটিও লিখিতভাবে কোনও অভিযোগ বিশ্ববিদ্যালয়ের কাছে জমা দেয়নি।

তবে বিষয়টি জানাজানি হতেই রীতিমত ক্ষোভে ফেটে পড়েন ওই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র-ছাত্রীরা। এই বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরের ছাত্রছাত্রীরা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। ডিন অফ স্টুডেন্টস এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানকে এই বিষয়ে ইমেইল করা হয়েছে।

Presidency

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দেবজ্যোতি কোনার বলেন, “বিষয়টি তদন্তের জন্য পাঠানো হয়েছে একটি হাই পাওয়ার এনকোয়ারি কমিটির কাছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি নেবে।” বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জানাচ্ছেন, অভিযুক্ত ছাত্র এর আগেও এই ধরনের ঘৃণ্য কাজ করেছে। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই দেখার।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর