বাংলাহান্ট ডেস্ক : আবারও বড়সড় দুর্ঘটনা (Accident) ঘটল বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)। এক ব্যক্তি রেললাইনে দাঁড়িয়ে প্রস্রাব করার সময় একটি গরু অন্য ট্র্যাক থেকে ছুটে আসা ট্রেনের সামনে পড়ে যায়। তৎক্ষণাৎ, ট্রেনের ধাক্কায় গরুটির দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়ে ছিটকে পড়ে ৩০ মিটার দূরে অন্য রেললাইনে, ঠিক যেখানে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি! সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
জানা গিয়েছে, রাজস্থানের (Rajasthan) আরাবলি বিহার থানার অন্তর্গত আলওয়ারে ঘটনাটি ঘটেছে। রেলওয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মৃত ওই বৃদ্ধের নাম শিবদয়াল শর্মা। তিনি একসময় ভারতীয় রেলের কর্মী ছিলেন। ২৩ বছর আগে তিনি অবসর নেন ভারতীয় রেলের ইলেকট্রিশিয়ানের কাজ থেকে। বুধবার সকালেই শিবদয়ালের দেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয় বলে পরিবারের তরফে বলা হয়।
সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ কালি মোরি গেট স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছেড়েছিল। তার কিছু পরেই গরুর সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনার মুখে পড়ে সেটি। প্রচণ্ড ধাক্কায় গরুটি ছিটকে গেলেও সেটি যে আরও একজনের মৃত্যুর কারণ হবে, তা যেন দুঃস্বপ্নেও ভাবেননি কেউ! এদিকে, গরু কী করে বৃদ্ধের ঘাড়ে এসে পড়ল, তা নিয়ে প্রাথমিক ভাবে রহস্য তৈরি হলেও পরে বিষয়টি স্পষ্ট হয়ে যায়।
তবে গরুর সঙ্গে বন্দে ভারতের সংঘর্ষ এই প্রথম নয়। এদিকে, বন্দে ভারতের রুটে ট্রেনের ধাক্কায় গবাদি পশুর মৃত্যু ঘিরে যেমন শোরগোল হয়েছে, তেমনই অনেকবার ট্রেনের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, উদ্বোধনের পর থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ৬ মাসের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে পশুর ধাক্কার অন্তত ৭০টি নজির আছে। তবে এই প্রথম সেই দুর্ঘটনার জেরে মারা গেলেন কোনও মানুষও।