ভিনেশ ফোগাটের সম্পর্কিত আলোচনা প্রত্যাখ্যান! রাজ্যসভা থেকে ওয়াকআউট বিরোধীদের

বাংলাহান্ট ডেস্ক : অলিম্পিকে ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) অযোগ্যতা প্রমানের বিষয়টি উত্থাপন করার অনুমতি না দিতেই রাজ্যসভা (Rajya Sabha) থেকে ওয়াকআউট বিরোধী দলগুলি। এই প্রসঙ্গে রাজ্যসভায় বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, “প্রধানমন্ত্রী গতকাল তাঁকে “চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন” বলেছেন। প্রধানমন্ত্রীর কণ্ঠ ১৪০ কোটি মানুষের কণ্ঠস্বর৷ পুরো দেশ ভিনেশ ফোগাটের পাশে দাঁড়িয়েছে… দুর্ভাগ্যবশত, আমরা বিষয়টিকে শাসক ও বিরোধীদের মধ্যে ভাগ করে দিচ্ছি।”

ভিনেশের ইস্যুতে তোলপাড় রাজ্যসভায় (Rajya Sabha)

উল্লেখ্য,গতকাল ভিনেশ ফোগাট (Vinesh Phogat) ইস্যুতে লোকসভা এবং রাজ্যসভা (Rajya Sabha) উভয় থেকে ওয়াকআউট করেছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। প্যারিস অলিম্পিক ২০২৪-এ ৫০-কেজি মহিলা বিভাগে কুস্তির ফাইনাল থেকে ভিনেশ ফোগাটকে কুস্তিগীরকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া লোকসভায় ভাষণ দেন। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী এই প্রশ্ন বলেন, ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-এর সঙ্গে সহমত নয় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA)।

   

আরোও পড়ুন : রাষ্ট্রীয় সম্মানে বুদ্ধবাবুকে গান স্যালুট, প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে সরকারি ছুটির ঘোষণা মমতার

এই বিষয়ে, পিটি ঊষা এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রাজ্যসভার (Rajya Sabha) চেয়ারম্যান জগদীপ ধনকার বিরোধী সাংসদদের এমন আচরণের তীব্র নিন্দা করেন এরপর সংক্ষিপ্তভাবে বক্তৃতা রেখে কিছুক্ষণের জন্য সংসদ ভবন ত্যাগ করেন। লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল পেশ করার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে সরকারি তরফে।

rajya sabha

১৯৯৫ সালের আইন অনুযায়ী এই বিলে উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। ওয়াকফ বোর্ডে মুসলিম মহিলাদের অন্তর্ভুক্তির পাশাপাশি বোর্ডকে ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা করার আগে জমির যাচাইকরণ নিশ্চিত করা সহ বিভিন্ন সংশোধনী আনার কথা। যদিও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) প্রস্তাবিত পদক্ষেপটিকে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর