লাখ লাখ টাকার বিনিময়ে চাকরি, এবার নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কলকাতা পুলিশের ACP

বাংলাহান্ট ডেস্ক : পুলিশের হাতেই গ্রেপ্তার হলেন পুলিশেরই এক কর্মচারী। এবার এক পুলিশ আধিকারিকের নাম জড়াল নিয়োগ দুর্নীতি মামলায়। চাকরির বিনিময় লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুলিশের এসিপি। ব্যারাকপুর কমিশনারেট (Barrackpore Commissionerate) গ্রেপ্তার করল অভিযুক্ত পুলিশ আধিকারিককে। জানা গিয়েছে কলকাতা পুলিশের এই এসিপির নাম সোমনাথ ভট্টাচার্য।

অভিযুক্ত এসিপির (Assistant commissioner of police) বিরুদ্ধে শুধু অভিযোগ একটা নয়। চাকরি দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ তিনি টাকার বিনিময়ে পানশালার লাইসেন্স করিয়ে দিয়েছেন অনেককে। গ্রেফতারির পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা পুলিশের অষ্টম ব্যাটেলিয়নের সোমনাথ ভট্টাচার্যকে নিয়ে। সোমনাথ ভট্টাচার্য ৪৬ লক্ষ টাকারও বেশি টাকা নিয়েছেন একাধিক ব্যক্তির কাছ থেকে।

   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উপযুক্ত সোমনাথ ভট্টাচার্য পুলিশের গ্রুপ সির বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা তুলেছেন। লাগাতার জেরার পর ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অবশেষে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের এই এসিপিকে। হুগলির এক বাসিন্দা বরাহনগর থানায় অভিযোগের ভিত্তিতেই গত বৃহস্পতিবার ওই এসিপির বরাহনগরের বনহুগলীর বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে ডেকে পাঠায় ব্যারাকপুরের গোয়েন্দা পুলিশ। শুক্রবার হাজির হন ওই এসিপি।

ACP

সোমনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে চাকরির নামে টাকা তোলার অভিযোগ বরানগর থানায় প্রথম দায়ের হয় ২০২১ সালে। এরপর ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এই বিষয়টি নিয়ে তদন্তে নামে। তদন্ত শুরু হওয়ার পর গোয়া বাগানের বাসিন্দা শৌর্য সাহা সোমনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ করেন যে পানশালার লাইসেন্স করিয়ে দেওয়ার জন্য ও তার বোনকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য দু দফায় সোমনাথবাবু ৩৬ লক্ষ টাকা নিয়েছেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর