এও কী সম্ভব! প্ল্যানচেটেই চলছে ‘অভয়া’র সাথে কথা! YouTuber’কে ৫০ লাখের চ্যালেঞ্জ বিজ্ঞান মঞ্চের

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্ত করছে আর জি কর কাণ্ডের (RG Kar Case)। সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। অন্যদিকে, গোটা বঙ্গ রাজনীতি উত্তপ্ত আর জি কর কান্ড নিয়ে। তবে এই আবহেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন এক শ্রেণীর মানুষ।

আর জি কর কান্ডে (RG kar Case) নয়া সংযোজন

নিছক ভিউ বা লাইমলাইট পাওয়ার আশায় সোশ্যাল মিডিয়ায় আর জি কর কাণ্ডের (RG Kar Case) প্রেক্ষিতে তৈরি হচ্ছে মিম, রিল বা ফেক পোস্ট। সেই তালিকায় এবার নবতম সংস্করণ আর জি করের তরুণীর আত্মার সাথে সাক্ষাৎকার! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক ইউটিউবার (YouTuber) প্ল্যানচেট (Plancet) করে ডেকে এনেছেন মৃতার আত্মাকে।

   

আরোও পড়ুন : Jio-Airtel-Vi আর পাবেনা পাত্তা! এবার একইসাথে ৩ টি প্ল্যান সস্তা করল BSNL, খুশি গ্রাহকেরা

সেই ভিডিও (Video) ইতিমধ্যে ৯ লক্ষ মানুষ দেখেও ফেলেছেন। ভিডিওতে ইউটিউবার দাবি করেছেন, ‘‘আরজিকর মেডিক‌্যাল কলেজেই রয়েছে নিহত তরুণী চিকিৎসকের আত্মা। তিনি আমায় বলছেন, ওই রাতে কী হয়েছিল।’’ ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি (Bharatiya Bigyan O Yuktibadi Samiti) তীব্র বিরোধিতা করেছে এই ভিডিওর।

আরোও পড়ুন : অবশেষে বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছে রাজ্য, তবে পাবেন শুধু এরা! DA দাবির মাঝেই বিরাট ঘোষণা

সমিতির সভাপতি দিলীপ দাস মণ্ডল, কার্যকরি সভাপতি দিনেশ সাহা, সাধারণ সম্পাদক মনীশ রায়চৌধুরীরা জানিয়েছেন, “আত্মা যদি হাজির করানো যেত তাহলে তদন্তের কি প্রয়োজন হত? সেই তো সব বলে দিতে পারত।” ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি দাবি করেছে, আত্মার সাথে যদি যোগাযোগ স্থাপন করিয়ে দেওয়া হয় তাহলে ৫০ লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে।

RG Kar Case

একটি ইস্তেহার প্রকাশ করে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি জানিয়েছে, ‘‘সম্প্রতি আর জি কর মেডিক‌্যাল কলেজে ঘটে যাওয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের মতো মর্মস্পর্শী একটি ঘটনা নিয়ে ইয়ারকি চলতে দেওয়া যায় না। সমাজে এমন অনেক স্বঘোষিত বাবাজি, মাতাজি, পীর, ফকির আছে যারা নিজেদের অলৌকিক, দৈব ক্ষমতার অধিকারী বলে দাবি করে থাকে। অনেকেই আছেন যারা প‌্যারানরমাল ইনভেস্টিগেটর বলে নিজেকে দাবি করে ইএমএফ ডিটেক্টর, থার্মাল স্ক‌্যানার, ইকোভক্স নিয়ে প্রেতাত্মার সন্ধানে ঘুরে বেরান।’’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর