রোনাল্ডোর কথায় আমি ব্রাজিলের হয়ে খেললে ব্রাজিল আরও পাঁচটা বিশ্বকাপ পেয়ে যেত।

Published On:

বর্তমান ফুটবলের যুবরাজ হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি তার ফুটবল যাদুতে মুগ্ধ করে রেখেছেন সমস্ত ফুটবল ভক্তদের। কিন্তু ফুটবল ছাড়াও তিনি যে রসিকতাতেও বেশ পটু সেটারই প্রমাণ পাওয়া গেল। ব্রাজিল এবং জুভেন্টাসের হয়ে খেলা রাইট ব্যাক ড্যানিলো এইদিন বলেন যে রোনাল্ডো প্রায়ই তাকে বলেন যে আমি যদি ব্রাজিলে থাকতাম তাহলে ব্রাজিল আরো পাঁচটা বিশ্বকাপ পেয়ে যেত।

এটা কি রোনাল্ডো তাকে শুধু মজা করে বলেন? নাকি নিজের দক্ষতার ওপর ভরসা রেখেই রোনাল্ডো এমন কথা বলেন, এই ব্যাপারেও ব্যাখ্যা দিলেন ড্যানিলো। ড্যানিলো এইদিন বলেন যে রিয়েল মাদ্রিদে খেলার সময় থেকেই রোনাল্ডোকে আমি চিনি। রোনাল্ডো জুভেন্টাসে আসায় ফের তার দেখা হয় এতে আমি খুবই খুশি, কারণ রোনাল্ডোর মত একজন বিশ্বমানের ফুটবলার কে নিজের সতীর্থ হিসেবে পেয়ে যে কোনো ফুটবলারই খুশি হবেন। এরসাথে ড্যানিলো বলেন রোনাল্ডো যে শুধুমাত্র একজন বিশ্বমানের ফুটবলারই নয় এর সাথে রোনাল্ডো মজা করতেই বেশ পারদর্শী। রোনাল্ডো প্রায়ই আমাকে শুনিয়ে শুনিয়ে বলেন যে তিনি যদি ব্রাজিলের হয়ে খেলতেন তাহলে ব্রাজিল আরো পাঁচটা বিশ্বকাপ অনায়াসে জিতে যেতে পারত। রোনাল্ডো শুধু ভালো ফুটবল খেলেন না সেই সাথে ফুটবলের যাবতীয় খুঁটিনাটি খবরও তিনি রাখেন।

আর এই কারণেই রোনাল্ডো বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হতে পেরেছেন। কারণ তিনি শুধু ফুটবল খেলেন না ফুটবলকে মন থেকে ভালবাসেন এবং ফুটবলের জন্য তিনি সমস্ত কঠিন কাজ করতে রাজি। আর ফুটবলের প্রতি এতটা আগ্রহ থাকার জন্যই তিনি আজ উচ্চতার শীর্ষে পৌঁছাতে পেরেছেন।

সম্পর্কিত খবর

X