বাংলা হান্ট নিউজ ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি যুদ্ধ আজ শনিবার ২৪ দিন পূর্ণ করেছে। কিন্তু কোনও পক্ষই মাথা নত করতে প্রস্তুত নয়। এই যুদ্ধের ফকে একটি ইসলামি দেশও সরাসরি প্রভাবিত হচ্ছে, যে দেশ এখন সাহায্যের জন্য ভারতের কাছে হাত বাড়িয়ে দিয়েছে। প্রকৃতপক্ষে, প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ২০০ মিলিয়ন টন গম রপ্তানি করা হয়েছে। এই রপ্তানিতে রাশিয়া ও ইউক্রেনের ৫০-৫০ কোটি টন সামগ্রীর যোগদান দিয়ে বলে ধারণা করা হয়। যেখানে বিশ্বের বাকি দেশগুলো আসে বাকি ১০ও কোটি টন।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমাগত ভয়াবহ যুদ্ধের কারণে উভয় দেশের গম রপ্তানি হঠাৎ বন্ধ হয়ে গেছে। এই কারণে গমের উপর নির্ভরশীল বিশ্বের অনেক দেশে হঠাৎ করে খাদ্যশস্যের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। ইসলামিক দেশ লেবাননও এই সংকটের অন্তর্ভুক্ত। দেশটি তার চাহিদার প্রায় ৬০ শতাংশ অর্থাৎ ৫০ হাজার টন গম ক্রয় করে থাকে রাশিয়া ও ইউক্রেন থেকে। এখন দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের কারণে এই গমের সরবরাহ বন্ধ হয়ে গেছে, যার কারণে লেবাননের জনসংখ্যাকে খাওয়ানোর জন্য প্রয়োজনীয় গমের জোগানে ক্রমাগত ঘাটতি দেখা যাচ্ছে।
একটি তুর্কি সংবাদ সংস্থার মতে, লেবাননের অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী আমিন সালাম লেবাননে ভারতের রাষ্ট্রদূত ডঃ সোহেল এজাজ খানের সাথে দেখা করেছেন। এই বৈঠকে লেবাননের মন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গম সরবরাহ বন্ধের কথা তাকে জানান এবং এই বিষয়ে ভারতের কাছে সাহায্যের আবেদন জানান।
প্রতিবেদনে আরও বলা হয় যে লেবাননের মন্ত্রীকে সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন ভারতের রাষ্ট্রদূত ডক্টর সোহেল এজাজ খান। রাষ্ট্রদূত বলেছিলেন যে ভারতের পর্যাপ্ত পরিমাণ গমের মজুদ রয়েছে এবং এটি লেবাননে সরবরাহ করার জন্য পরবর্তী ব্যবস্থা শীঘ্রই নেওয়া হবে। প্রতিবেদনে বলা হয়, লেবানন তার শস্য সংকট কাটিয়ে উঠতে ভারত বাদে তুরস্কসহ অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করেছে। জানা গেছে সেই দেশে গম ছাড়াও মজুত স্টেক ক্রমাগত ফুরিয়ে যাচ্ছে। বিশেষকরে দেশে দ্রুত গমের সরবরাহ না হলে লাখ লাখ মানুষ অনাহারে পড়বে।