বাংলাহান্ট ডেস্ক: জি বাংলার (Zee Bangla) সা রে গা মা পা (Saregamapa) দর্শকদের সবথেকে প্রিয় রিয়েলিটি শো গুলির মধ্যে অন্যতম। বাংলার বিভিন্ন প্রান্ত তো বটেই, ভিন্ন রাজ্য এমনকি পড়শি দেশ থেকেও গানের প্রতিভাদের খুঁজে নিয়েছে এই মঞ্চ। আর প্রতিযোগীদের গানের পাশাপাশি শোয়ের সঞ্চালনাও দর্শকদের ভাললাগার বিষয়।
দীর্ঘদিন ধরে সা রে গা মা পা তে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। যিশু আর এই গানের রিয়েলিটি শো যেন অঙ্গাঙ্গি ভাবে জুড়ে গিয়েছিল। শুধু তো দক্ষ সঞ্চালনা নয়। যিশুর ড্রাম বাজানোও খুব উপভোগ করতেন দর্শকরা।
কিন্তু গত সিজন থেকেই বদলে যায় দৃশ্য। যিশুর বদলে সা রে গা মা পার সঞ্চালনায় হাতেখড়ি হয় আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee)। প্রথমে বিস্তর আপত্তি করেছিলেন দর্শকরা। অভিনেতা হিসাবে প্রিয় হলেও সঞ্চালক হিসাবে আবিরকে দেখতে চাননি অনেকেই।
অবশ্য শো শুরু হওয়ার পর ধীরে ধীরে বদলায় তাদের ধারণা। নিজস্ব স্টাইল দিয়ে সবার মন জয় করে নেন আবির। সঠিক পরিমাণে হাস্যরস মিশিয়ে প্রথম বারেই ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। এমনকি জড়তা কাটিয়ে নাচতেও দেখা গিয়েছিল তাঁকে।
তাই সা রে গা মা পার আগামী সিজনেও ফের সঞ্চালকের ভূমিকায় ‘বং ক্রাশ’। ইতিমধ্যেই একাধিক প্রোমো চলে এসেছে দর্শকদের দরবারে। ‘গান থাক জীবন জুড়ে’, এই মন্ত্র নিয়েই শুরু হতে চলেছে সা রে গা মা পা ২০২২।
সম্ভবত ‘দাদাগিরি’ নবম সিজন শেষ হওয়ার পর ওই সময়ে অর্থাৎ শনি ও রবি রাত সাড়ে নটাতেই সম্প্রচারিত হবে সা রে গা মা পার নতুন সিজন। তবে কখন থেকে শো শুরু হবে তা এখনো ঘোষনা করা হয়নি চ্যানেলের তরফে। দর্শকরা যদিও অধীর আগ্রহে অপেক্ষায় নতুন নতুন গান শোনার জন্য।
https://www.instagram.com/tv/CdtBMLsIH8J/?igshid=YmMyMTA2M2Y=
প্রসঙ্গত, গত সিজনে যিশুর বদলে আবির সঞ্চালক হয়ে আসেন জি বাংলায়। অন্যদিকে যিশু চলে যান স্টার জলসায় ‘সুপার সিঙ্গার’ এর সঞ্চালনায়। আর কোনোদিনো তিনি সা রে গা মা পায় ফিরবেন না কিনা তা জানা যায়নি। আবিরকে সঞ্চালক হিসাবে দেখে অনেকেই খুশি হলেও যিশু ভক্তরা বেশ হতাশ।