বাংলাহান্ট ডেস্ক : ফের খবরের শিরোনামে কোচবিহারের শীতলখুচি। রবিবার বিজেপির একটি মিছিলকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজির সাক্ষী থাকলো শীতলখুচি বাজার এলাকা। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের মিছিলকে বানচাল করতে এই কান্ড ঘটিয়েছে।
বিজেপির ‘চোর ধরো, জেলে ভরো’ কর্মসূচিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। বিজেপির অভিযোগ তাদের শান্তিপূর্ণ মিছিলকে ব্যাঘাত দিতে তৃণমূলের পক্ষ থেকে তাদের কর্মীদের উপর হামলা চালানো হয়। যদিও বিজেপির অভিযোগকে সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে তৃণমূল। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে রবিবার শীতলখুচি বাজারে একটি মিছিল শুরু করে বিজেপি। এই মিছিল শুরু হলে কিছুক্ষণ পর শোনা যায় বোমাবাজির শব্দ। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজনেরা। মুড়ি-মুরকির মত বোমাতে কেঁপে ওঠে সারা এলাকা।
এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ তোপ দাগেন শাসক দলের দিকে। নিশান তিনি বলেছেন, “আমি যতবার ওই এলাকায় গিয়েছি আমার উপর হামলা চালানো হয়েছে। এর আগে উপনির্বাচনেও অশান্তি হয়। গণতন্ত্র ওখানে নেই।”
অন্যদিকে বিজেপির অভিযোগকে নাস্যাৎ করে দিয়ে মন্ত্রী উদায়ন গুহ দাবি করেছেন,”আমরা সবাই মাল বাজারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় রয়েছি। আমাদের কর্মীরা অত বোকা নয় যে নেতার আসার সময় ঝামেলা করবে।” পাশাপাশি দিলীপ ঘোষকে কটাক্ষ করে উদয়ন গুহ বলেন,”দিলীপবাবু তো জ্যোতিষী। অনেকের কপাল দেখেও অনেক কিছু বলতে পারেন। এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল। এর সাথে তৃণমূল জড়িত নয়।”