খরচ মাত্র ২০০০ টাকা! ছুটির দিনে ভিড় জমান কলকাতার কাছের এই নদীপাড়ে

বাংলাহান্ট ডেস্ক : ঘুরতে যেতে আমাদের কার না ভালো লাগে। কয়েকদিনের ছুটি পেলেই আমরা বেরিয়ে পড়ি আপনজনদের সাথে অজানা পথের উদ্দেশ্যে। কিন্তু সব সময় কাজের চাপের কারণে বেরিয়ে পড়া হয় না। আবার অনেক সময় আর্থিক কারণও একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আজ আপনাদের এমন একটি জায়গা সম্বন্ধে বলতে চলেছি যেখানে আপনি খুব কম খরচে উইকেন্ডে বেড়াতে যেতে পারেন।

হাতে যদি ছোট্ট কোনও ছুটি থাকে তাহলে আপনি ঘুরে আসতে পারেন রায়চক (Raichak)। এই রায়চক জায়গাটি অবস্থিত দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana) জেলার ডায়মন্ড হারবারের খুব কাছেই। রায়চকের পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের এই শহরে আপনি একবার ঢু মারতেই পারেন।

Raichak

রায়চকের কয়েকটি দ্রষ্টব্য স্থান:

• দ্য এফ ফোর্ট: দ্য এফ ফোর্ট রায়চক এর অন্যতম একটি প্রধান দর্শনীয় জায়গা। এই ফোর্ট ঔপনিবেশিক কালে নির্মাণ করা হয়। আপনারা এই ফোর্টের ওয়াচ টাওয়ার থেকে উপভোগ করতে পারবেন হুগলি নদীর সৌন্দর্য।

• চিংড়িকালী ফোর্ট: পর্তুগিজরা এই ফোর্ট নির্মাণ করে। তবে রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে এটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কিন্তু এই জায়গার প্রাকৃতিক দৃশ্য আপনার মনকে খুশিতে ভরিয়ে তুলবে।

• ডায়মন্ড হারবার লাইট হাউস: ফোর্টের খুব কাছেই অবস্থিত এই লাইট হাউস। এই লাইট হাউসটি নির্মাণ করা হয় বেশ কয়েক দশক আগে। বর্তমানেও এটি কার্যকর অবস্থায় রয়েছে।

থাকার জায়গা:

রায়চকে অনেক হোটেল রয়েছে। গঙ্গা কুটির, দ্য এফ ফোর্ট রায়চক, তরুছায়া ইত্যাদি এই জায়গার নামকরা কয়েকটি হোটেল। এই হোটেলগুলোতে রাত্রিবাসের ভাড়া দু হাজার টাকা থেকে শুরু।

Raichak

যাবেন কিভাবে?

আগেই বলেছি কলকাতা থেকে রায়চকের দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। তাই সহজেই গাড়ি ভাড়া করে আপনারা এই জায়গায় যেতে পারেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর