লিটার প্রতি তিন টাকা দাম কম! পেট্রোল নিয়ে বড় ঘোষণা করল এই রাজ্য

বাংলাহান্ট ডেস্কঃ আকাশছোঁয়া রয়েছে পেট্রোলের দাম (petrol price)। এরই মধ্যে রাজ্যবাসীর জন্য সুখবর দিল তামিলনাড়ু (tamilnadu) সরকার। অর্থমন্ত্রী পালানিভেল থিয়াগোরাজন (Palanivel Thiagarajan) ঘোষণা করলেন, আগামীকাল থেকে গোটা তামিলনাড়ু জুড়ে ৩ টাকা কমবে পেট্রোলের দাম।

লাগাতার বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। এই মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস গোটা দেশবাসীর। রাস্তায় বেরিয়ে প্রতিদিনই গুনতে হচ্ছে মোটা টাকা। বেশিরভাগ জায়গাতেই ১০০ ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম। আর অন্যদিকে প্রায় সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ডিজেলের দাম।

today's Petrol Diesel Price in kolkata 4 th may

তবে এরই মধ্যে রাজ্যবাসীর জন্য সুখবর দিল তামিলনাড়ুর DMK সরকার। মুখ্যমন্ত্রী এম.কে.স্তালিনের নির্দেশে, পেট্রোলের দাম হ্রাসের ঘোষণা করলেন অর্থমন্ত্রী পালানিভেল থিয়াগোরাজন। যার ফলে সরকারের প্রায় ১১৬০ কোটি টাকা লোকসান হতে চলেছে।

অর্থমন্ত্রী পালানিভেল থিয়াগোরাজন ঘোষণা করেন, আগামীকাল থেকে গোটা তামিলনাড়ু জুড়ে ৩ টাকা কমবে পেট্রোলের দাম। যা শুনে এই সংকটের দিনেও, কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তামিলনাড়ুবাসী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে নির্বাচনী ইস্তাহারে, পেট্রোলের দাম ৫ টাকা পর্যন্ত কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল তামিল সরকার। তবে তার সম্পূর্ণটা পূরণ করতে না পারলেও, কিছুটা হলেও কথা রাখার পথে পা বাড়িয়েছে তামিলনাড়ু সরকার।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর