পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা কবে? উত্তর খুঁজতে বামেদের মহকুমাশাসকের দপ্তরে অভিযান

বাংলাহান্ট ডেস্ক : তেহট্টে সিপিএমের (Communist Party of India (M) মিছিলকে কেন্দ্র করে হইচই কান্ড। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্য থেকে তাপস সাহার পদত্যাগ ও পঞ্চায়েত নির্বাচনে দিনক্ষণ ঘোষণার দাবিতে সিপিএম তেহট্টের (Tehatta) মহকুমা শাসকের দপ্তর অভিযানের ডাক দিয়েছিল। বৃহস্পতিবার সেই মিছিলের নেতৃত্ব দেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

এরপর সিপিএমের এই অভিযানকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়। সিপিএমের বিরুদ্ধে অভিযোগ ওঠে একের পর এক পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়ার। অন্যদিকে সিপিএমের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে পাল্টা ইট পাটকেল ছোড়ার অভিযোগ তোলা হয়েছে। মিছিল থেকে সুজন চক্রবর্তী দাবি করেছেন, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে চোরদের। দ্রুত পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করতে হবে।

বামেদের মিছিলকে আটকাতে পুলিশের পক্ষ থেকে তিনটি ব্যারিকেড বসানো হয়। অভিযোগ বামেরা প্রথম দুটি ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যায় মহকুমা শাসকের দপ্তরের দিকে। এরপর তৃতীয় ও শেষ ব্যারিকেডের সামনে মোতায়েন করা হয় প্রচুর পরিমাণ পুলিশ। অভিযোগ কিছু পুলিশ বাম কর্মীদের দিকে ছাদ থেকে ইট ছুড়েছেন।

সুজন চক্রবর্তী বলেছেন, প্রশাসন ভয় পেয়ে ইট ছুড়েছে বাম কর্মীদের উপর। মহকুমা শাসক দপ্তর দখল করা আমাদের মূল উদ্দেশ্য নয়। ভয় পেয়ে টেবিলের তলায় লুকিয়েছেন মহকুমা শাসক।
প্রসঙ্গত তৃণমূলের তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে তাপস সাহার বিরুদ্ধে।

Tehatta

এরপরেই আদালত তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এরপর প্রায় ১৫ ঘণ্টা ধরে সিবিআই তাপস বাবুর বাড়িতে তল্লাশি করে। বাজেয়াপ্ত করা হয় তাপস সাহার দুটি মোবাইল ফোন। এছাড়াও রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করতে গড়িমসি করছে। এমন অবস্থায় জলন্ত এই ইস্যুগুলিকে কেন্দ্র করে বামেদের অভিযান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর