বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে IPL-এর মেগা নিলাম। যেখানে দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের কোটি কোটি টাকায় কিনে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে, সবাইকে টক্কর দিয়ে সবথেকে বেশি দাম পেয়েছেন ঋষভ পন্থ। যাঁকে কেনার জন্য ২৭ কোটি টাকা খরচ করেছে লখনউ সুপার জায়ান্টস। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পন্থ সমগ্র IPL-এর ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন। আর এইভাবেই তিনি টক্কর দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার মত কিংবদন্তি খেলোয়াড়দেরকেও।
বিরাট (Virat Kohli)-রোহিতদের পেছনে ফেললেন পন্থ:
উল্লেখ্য যে, পন্থের পর নিলামে সবথেকে বেশি দাম উঠেছে শ্রেয়স আইয়ারের জন্য। তবে, নিলামে এই বিপুল দাম পাওয়ার পর আরও একটি নজির গড়ে ফেলেছেন ঋষভ পন্থ। আসলে বর্তমানে তিনি সর্বোচ্চ উপার্জনকারী ভারতীয় ক্রিকেটার হিসেবেও বিবেচিত হচ্ছেন। আমরা যদি IPL এবং BCCI-এর চুক্তি অনুযায়ী ঋষভ পন্থের বেতনের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, আয়ের দিক থেকে ঋষভ পন্থ বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার মতো কিংবদন্তিদেরও পেছনে ফেলেছেন।
বিরাট কোহলি ও রোহিত শর্মার চেয়ে এগিয়ে রয়েছেন ঋষভ পন্থ: IPL ২০২৫-এর মেগা নিলামে, ঋষভ পন্থকে ২৭ কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি কিনেছে। পন্থের উজ্জ্বল ক্রিকেট কেরিয়ার বিবেচনা করে, তাঁকে লখনউ সুপার জায়ান্টসের পরবর্তী অধিনায়ক হওয়ার প্রতিযোগী হিসেবেও দেখা হচ্ছে। BCCI-এর বেতন অনুযায়ী, পন্থ গ্রেড B চুক্তির ক্রিকেটার। তিনি বার্ষিক ৩ কোটি টাকা বেতন পান।
আরও পড়ুন: BSNL ব্যবহারকারীদের খুলে গেল কপাল! শীঘ্রই আসছে 5G পরিষেবা, সরকার নিচ্ছে বড় পদক্ষেপ
অর্থাৎ, সোজা কথায় বলতে গেলে IPL এবং BCCI-র চুক্তির সম্মিলিতভাবে ঋষভ পন্থের বার্ষিক বেতন এখন ৩০ কোটি টাকা হয়ে গেছে। অপরদিকে, বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা দু’জনেই বর্তমানে A+ গ্রেডের ক্রিকেটার। তাই তাঁরা BCCI-এর কাছ থেকে ৭ কোটি টাকা বার্ষিক বেতন পান। IPL-এর নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলিকে ২১ কোটি টাকায় ধরে রেখেছে। আর রোহিত শর্মাকে ১৬.৩ কোটি টাকায় ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
আয়ের দিক থেকে এগিয়ে রয়েছেন ঋষভ পন্থ: IPL এবং BCCI-এর চুক্তি সহ, বিরাট কোহলির (Virat Kohli) বার্ষিক বেতন এখন ২৮ কোটি টাকা। এদিকে, IPL-এর নিলামের পরে রোহিত শর্মার বেতন বেড়ে হয়েছে ২৩.৩ কোটি টাকা। এমতাবস্থায়, ঋষভ পন্থের বেতন হল ৩০ কোটি টাকা। তাই বেতনের দিক থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে পেছনে ফেলেছেন ঋষভ পন্থ।