দুর্ঘটনায় হাত ,পা বাদ হয়ে গেছে, মনের জোরে আজ সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

বাংলাহান্ট ডেস্কঃ মনের অদম্য ইচ্ছা আমাদের অনেক দূর অবধি নিয়ে যেতে পারে। আর যদি স্বপ্ন (Dream)  থাকে তাকেও সত্যি করা যায়। আপনার যদি মন থেকে ইচ্ছা থাকে এবং আপনি যদি তার জন্য সঠিক পরিশ্রম করেন , আপনি ঠিক একদিন আপনার স্বপ্নে পৌঁছতে পারবেন। এ  কথাই সত্যি প্রমান করলেন মাত্র ১৩( 13)  বছর বয়সী এক বালক। তিনি হলেন গুজরাটের ( Gujarat) শিভাম সোলাঙ্কি (Shivam Solanki) ।

জানা গিয়েছে,  এক  দুর্ঘটনায় ১৩ (13) বছর বয়সেই তার দুই হাত এবং পা হারিয়েছে সে। কিন্তু তার মনের জোর থেকে এতোটুকু  কমেনি।

 

Capture 2 2

কিভাবে কনুই এর সাহায্যে পড়াশোনা করতে হয় তা তিনি ভাল ভাবে রপ্ত করে নিয়ে, এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছেন। শিভাম নিজের উপরে খুব আশাবাদী এবং তার মতে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা তার আরো ভালো হবে। এ প্রসঙ্গে শিভামের বাবা-মার বক্তব্য ছেলের পড়াশোনার জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকারা যথেষ্ট সাহায্য করেছেন।

শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি তার মনের জোর কেও কুর্ণিশ জানাতে হয়। এমন শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও সে কিন্তু পিছপা হননি। উল্টে আরো ভালো করে, কি করে পড়াশোনা করে শুধুমাত্র কনুইয়ের দ্বারা রপ্ত করা যায় সেটা তিনি ভাল করে শিখে নিয়েছেন। এমন মনের জোর থাকলে তিনি একদিন নিশ্চয়ই তার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পারবেন।

সম্পর্কিত খবর