গুরত্ব বাড়ল শুভেন্দুর, বিজেপির বৈঠকে দিলীপ অপেক্ষা বিরোধী দলনেতার নাম উঠল বেশিবার

বাংলাহান্ট ডেস্কঃ এবার থেকে একই আসনে বসতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। বাংলায় দলের পোস্টার হোক কিংবা প্রচারের ফেস্টুন, সবেতেই এবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার বিজেপি শিবিরের কার্যকরী বৈঠকে এই প্রস্তাব পেশ হওয়ার পাশাপাশি এক পংক্তিতে অভিনন্দন জানানো হয়েছে দিলীপ- শুভেন্দুকেও। অভিনন্দন বার্তায় লেখা হয়েছে, ‘নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য দিলীপ ঘোষকে এবং অন্যদিকে ভোট পরবর্তীতে প্রধান বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে অনেক অভিন্দন জানানো হল’।

dilip ghosh 15

এই বার্তার মধ্যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী দুজনকেই সমান প্রাধান্য দেওয়া হলেও, ‘বিধানসভায় বিরোধী দল হিসাবে আগামী দিনে বিজেপির ভূমিকা’ এবং ‘নির্বাচনী ফলাফল’ এই দুই বিষয়ে অতিরিক্ত দুবার উল্লেখ হয়েছে শুভেন্দু অধিকারীর নাম। যার ফলে, শুভেন্দু অধিকারীকে বেশি প্রাধান্য দেওয়ার যে জল্পনা উঠেছিল বিজেপির অন্দরে, এই তিন- এক হিসাবেই সেই জল্পনা কিছুটা সত্যি হয়ে দাঁড়াল। তবে শুভেন্দু অধিকারী বেশি প্রাধান্য পেলেও, বাংলার রাশ যে মেদিনীপুরের দুই ভূমিপুত্রের হাতেই থাকছে, তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, নির্বাচনের পূর্বে বাংলা জয়ের লক্ষ্যে বিজেপির রথযাত্রার সূচনা করা হয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই রথযাত্রায় সামিল হয়েছিল বিজেপির হাজার হাজার কর্মী, সমর্থকরা। সেই রথে এতদিন কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্যের অন্যান্য বিজেপি নেতৃত্বদেরও ছবি থাকত। কিন্তু সেখানে কার ছবি থাকবে, আর কার ছবি থাকবে না- তা নিয়ে বিজেপির অন্দরেই বিতর্ক মাথাচাড়া দিয়েছিল। সেই সমস্যার সমাধান হয় এই বৈঠকে।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর