প্যান কার্ডের ক্ষেত্রে সরকার এনেছে বেশ কিছু নতুন নিয়ম, জেনে নিন বিস্তারিত

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আয়কর নিয়ম (Income Tax Act 1961) অনুযায়ী, সমস্ত কর্মচারীদের জন্য প্যান নম্বর সংস্থাকে দেওয়া অত্যন্ত জরুরি ৷ ইতিমধ্যেই প্যান কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরন বাধ্যতা মূলক করেছে সরকার। একই সাথে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ । এবার প্যান ও আধার সংযুক্তির ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল সরকার। এবার আধার কার্ডের তথ্য দিলে তৎকাল অনলাইনের মাধ্যমে আপনি প্যান কার্ড তৈরী করা যাবে। একই সাথে প্যান কার্ডের ব্যাপারে নতুন কিছু নিয়ম এনেছে সরকার । জেনে নিন প্যান কার্ডের নতুন নিয়মগুলি।

প্যান কার্ডের ব্যাপারে নতুন কিছু নিয়ম এনেছে সরকার । জেনে নিন প্যান কার্ডের নতুন নিয়মগুলি।

 

  •  প্যান নম্বর না দিলে ইনকাম ট্যাক্স নিয়ম অনুযায়ী, সংস্থার ২০ শতাংশ বা তার বেশি  আপনার টিডিএস কাটতে পারে আয়কার দপ্তর ৷ যদিও আয়করের আওতায় না এলে কোনো টিডিএস কাটা হবে না বলে জানানো হয়েছে।
  •   ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য ১০ অঙ্কের প্যান নম্বরের বদলে আধারের নম্বরও দেওয়া যাবে, এই নিয়মটি যদিও আগের বছর থেকেই ৷ তবে আপনার প্যান ও আধার লিঙ্ক করা থাকলেই মিলবে এই সুবিধা পাবেন ৷
  •  প্যানের বদলে আধার নম্বর দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আধার নম্বরে যেন কোনো ভুল না থাকে। কোনও ভুল থাকলে ১০ হাজার টাকার জরিমানা দিতে হতে পারে ৷
  •  আপনি প্যান কার্ড জমা না দেওয়ার আপনার টিডিএস কেটে নেওয়া হলে আপনি আইটি রিটার্ন জমা করার সময় রিফান্ডের জন্য ক্লেম করতে পারবেন ৷
X