খারাপ সময়ে ২৫ টি আফ্রিকান দেশের পাশে ভারত, পাঠাল ওষুধ সহ সামগ্রিক সাহায্য

বাংলহান্ট ডেস্কঃ চীন থেকে বিতাড়ির হওয়া আফ্রিকাবাসীদের (Africa) সাহায্য করার পর, ভারত (India) এবার আফ্রিকার দেশগুলোতে করোনা মোকাবিলার প্রয়োজনীয় ওষুধ পথ্য পাঠাচ্ছে। প্রায় ২৫ টিরও বেশি আফ্রিকার দেশকে এই দুঃসময়ে ওষুধ পাঠিয়ে সাহায্য করছে ভারত।

osudh 1

চীন থেকে বের করে দেওয়া হচ্ছে আফ্রিকান নাগরিকদের
মারণ ব্যাধি করোনা ভাইরাসকে (COVID-19) কেন্দ্র করে চীনকে বহুবার দোষারোপ করা হয়েছে। বিশ্বের বেশিরভাগ দেশই এখন চীনের বিপরীতে। মার্কিন রাষ্ট্রপতি করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য চীন সরকার জিংপিংকে দায়ী করেছেন। বর্তমান সময়ে WHO-ও জানিয়েছে, চীনের উহানের সি ফুড মার্কেট থেকেই এই মারণ ভাইরাসের উৎপত্তি। কিন্তু এরই মধ্যে চীন থেকে আফ্রিকান নাগরিকদের এই সংকটের সময়ে হোটেল, রেস্তোরা থেকে বের করে দেওয়া হচ্ছিল। যার প্রতিবাদে সোচ্চার হয়েছিল আফ্রিকাবাসী।

T2019012562219 e1548423060128

ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলেন পাশে থাকার বার্তা
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ফোনের ওপ্রান্ত থেকে করোনা মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এছাড়াও উগান্ডা, ইথিয়পিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গেও কথাবার্তা বলেন।

ভারত আফ্রিকার ব্যবসায়িক সম্পর্ক
ভারত থেকে আফ্রিকাতে বেশিরভাগ ওষুধ এবং পেট্রোলিয়াম দ্রব্য রপ্তানি করত। ২০০১ সালে ভারতের সঙ্গে আফ্রিকার ৫.৩ আরব ডলারের ব্যবসায়িক সম্পর্ক ছিল। এই পরিমাণ ২০১৮ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৫ আরব ডলার। বর্তমান সময়ে ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের নির্ণয়ে আফ্রিকা চতুর্থ স্থানে রয়েছে। আশা করা যাচ্ছে, করোনা পরিস্থিতিতে চীনের দুর্ব্যবহারের ফলে, ভারত আফ্রিকার আরও কাছাকাছি চলে আসতে পারে।

india 8

বিশ্বে চীনের ভূমিকা তলানিতে ঠেকছে, ভারত প্রশংসিত হচ্ছে সর্বত্র
দেশ মধ্যস্থ সমস্ত মানবজাতিকে সুরক্ষিত করার পাশাপাশি, বিশ্বের বিভিন্ন দেশকে করোনা ভাইরাসের ওষুধ পাঠিয়ে সহায়তা করেছে ভারত সরকার। চীন যেখানে সাহায্যের নাম করে ত্রুটিপূর্ণ সরঞ্জাম রপ্তানি করে মোটা অর্থ কামাচ্ছে, সেখানে ভারত শত্রু-বন্ধু বিচার না করেই সকল দেশকে বিনা স্বার্থে সাহায্য করছে।


Smita Hari

সম্পর্কিত খবর