বর্তমান পরিস্থিতিতে রাশিয়া, ইউক্রেনের পাশে রয়েছে কোন কোন দেশ? কী বলছে ভারত?

বাংলাহান্ট ডেস্ক : আজ সকালেই ইউক্রেন আক্রমণের কথা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতিমধ্যেই রণডঙ্কা বেজে গিয়েছে সে দেশে। রাশিয়া আকাশপথে এলোপাথাড়ি আক্রমণ চালাচ্ছে ইউক্রেনের উপর। মুহুর্মুহু চলছে যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষণ। শেষ পাওয়া খবর অনুযায়ী, রুশ আক্রমণে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ৩০০ এর বেশি ইউক্রেনবাসী। ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে রাজধানী কিয়েভেও। ধ্বংস হয়ে গেছে একাধিক বিমান ঘাঁটি। এহেন অবস্থায় স্পষ্টতই পক্ষ বেছে নিচ্ছে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলি। যার ফলে আরও বেশি বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। পৃথিবীর কোন কোন দেশ মদত দিচ্ছে কোন পক্ষকে, কেই বা বিরোধিতা করছে কার, ভারতের অবস্থানই বা কী? জেনে নিন

রাশিয়াকে সমর্থন করবে কোন কোন দেশ
ইতিমধ্যেই রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থণ জানিয়েছে চিন। একই ভাবে কিউবার সমর্থনও পাবে রাশিয়া। এছাড়াও রাশিয়াকে সমর্থন করবে আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্থান, তাজিকিস্তান, এবং বেলারুশ। এই দেশগুলি একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ফলে ছয় দেশের যৌথ নিরাপত্তা চুক্তিবদ্ধ তারা। চুক্তি অনুযায়ী এই ৬ দেশের উপর আক্রমণ হলে তা নিজের উপর আক্রমণের সমান গুরুত্ব দিয়ে দেখবে বাকি ৫ দেশ। এছাড়াও রাশিয়াকে সাহায্য করতে এগিয়ে আসতে পারে আজারবাইজানও। সিরিয়ার সঙ্গে যুদ্ধে অস্ত্র সাহায্য হোক কিংবা পরমানু চুক্তি সবেতেই রাশিয়ার সমর্থন পেয়েছে ইরাক। ফলে তারাও এবার পাশে থাকছে পুতিনেরই। পাকিস্তানও নাম লিখিয়েছে রুশ শিবিরেই।

   

000 323T6PA

ইউক্রেনকে সমর্থন করবে কোন কোন দেশ
ন্যাটোর অন্তর্ভুক্ত ইউরোপীয় দেশগুলো বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, ব্রিটেন ও আমেরিকা ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেবে। বিপদে ইউক্রেনের পাশে থাকবে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং কানাডাও।

merlin 202760613 eb0cf08a f3c5 415f 8f9f e402fac0702d articleLarge

ইউক্রেন সংকটে ভারতের অবস্থান
ভারতই একমাত্র দেশ যে এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান করছে। ইউক্রেন এবং রাশিয়া দুই দেশের সঙ্গেই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের। ভারতের বাণিজ্যের বহুলাংশই আসে এই দেশগুলি থেকে ফলে প্রথম থেকেই এই ইস্যুতে মুখে কুলুপ এঁটেছে ভারত। তবে নরেন্দ্র মোদীর কথা শুনবেন পুতিন এই ভরসায় ভারতের কাছে সাহায্য চেয়েছে ইউক্রেন। এই নিয়ে জরুরি বৈঠকেও বসেছেন প্রধানমন্ত্রী

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর