রাতের অন্ধকারে ভবানীপুরে কালো গাড়ির দাপাদাপি, পথচারীদের ধরে ধরে চলছে জিজ্ঞাসাবাদ

বাংলাহান্ট ডেস্কঃ সোমবার ছিল ভবানীপুর (bhabanipur) উপনির্বাচনের পূর্বে শেষ পর্বের প্রচার। আর প্রচারের শেষ দিনই তুলকালাম কাণ্ড ঘটে যায় ভবানীপুরে। প্রচার পর্বে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা। শুরু হয় জোর অশান্তি।

সেই সময় অশান্তির মাঝে যদুবাবুর বাজারে মাথা ফাটে গুরুতর আহত হন এক বিজেপি সমর্থক। এমনকি এই ঘটনায় দিলীপ ঘোষকে ওই স্থান থেকে নিরাপদে সরিয়ে আনার জন্য, ভিড়ের মাঝে তাঁর নিরাপত্তা রক্ষীদের পিস্তল তাক করতেও দেখা যায়।

vbjbjhvbvjh

এই ঘটনার পরবর্তীতে রাতে ভবানীপুরেই আবার দুই তৃণমূল কর্মীর উপর হামলার অভিযোগ ওঠে। কালো গাড়িতে করে গলায় গেরুয়া উত্তরীয়ধারী বেশ কয়েকজন এসে দুই তৃণমূল কর্মীর উপর হামলা করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন দুই অভিযুক্ত।

এই ঘটনার বিষয়ে সত্যদীপ মল্লিক নামে এক যুবক জানান, সোমবার রাতেই তাঁর বাড়ির সামনে দাঁড়িয়েই এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন তিনি। এমন সময় কালো গাড়িতে করে গলায় গেরুয়া উত্তরীয়ধারী বেশ কয়েকজন এসে তাঁদের জিজ্ঞেসা করে তাঁরা তৃণমূল করে কিনা?

vvcvv

উত্তর দেওয়ার আগেই তাঁদের উপর চড়াও হয়ে তাঁদের মারধর করতে শুরু করে। তাঁরা সকলেই তাঁর অপরিচিত বলে জানান ওই যুবক। এমনকি ভবানীপুর থানা থেকে অভিযোগ দায়ের করে ফেরার পর তাঁরা ওই গাড়িটিকে বালিগঞ্জ ফাঁড়ির দিকে পালিয়ে যেতেও দেখে বলে জানিয়েছেন। এই ঘটনায় চাপানউতোর শুরু হয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে।


Smita Hari

সম্পর্কিত খবর