মোদী 3.0-র জমানায় ঢেলে সাজবে রেল! হবে ১০ থেকে ১২ লক্ষ কোটির বিনিয়োগ, সামনে এল পরিকল্পনা

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের আবহে সরগরম গোটা দেশ (India)। তবে, তারই মধ্যে ভারতীয় রেল (Indian Railways) ২০২৪-এর নির্বাচনের পরবর্তী ১০০ দিনের পরিকল্পনা প্রস্তুত করে ফেলেছে। এমতাবস্থায়, সরকারি আধিকারিকরা সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন যে, ২৪ ঘণ্টার মধ্যে টিকিট ফেরতের প্রকল্প সহ রেলের বিভিন্ন সুবিধার জন্য একটি সুপার অ্যাপ ছাড়াও ৩ টি ইকোনমিক করিডোর এবং বন্দে ভারত স্লিপারের মতো ট্রেন ছাড়াও, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন পদক্ষেপ এর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নতুন টিকিট ফেরত স্কিমটি ২৪ ঘন্টার মধ্যে রিফান্ড নিশ্চিত করবে। পাশাপাশি, সরকারি আধিকারিকরা ANI-কে বলেছেন, রেল একটি বিস্তৃত “সুপার অ্যাপ” চালু করবে। যেটিতে, টিকিট বুকিং এবং বাতিল করা থেকে শুরু করে ট্রেনের লাইভ ট্র্যাকিং এবং ট্রেনে খাবারের বুকিং পর্যন্ত সমস্ত সুবিধা উপলব্ধ হবে। উল্লেখ্য যে, রেলের জন্য সরকারের ১০০ দিনের এজেন্ডায় সমস্ত রেল যাত্রীদের জন্য একটি বীমা প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে, যাকে “PM রেল যাত্রী বীমা যোজনা” বলা হয়। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, রেলওয়ের আধুনিকীকরণ পরিকল্পনায় রেলকে আধুনিক বিশ্বমানের সুবিধার সাথে রূপান্তর করতে আগামী পাঁচ বছরে ১০ থেকে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

In the era of Modi 3.0, there will be an investment of 10 to 12 lakh crores in railways.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বন্দে ভারত ট্রেনগুলি ভারত জুড়ে ৩ টি বিভাগে চালু হবে। ১০০ কিলোমিটারের কম রুটে বন্দে মেট্রো, ১০০ থেকে ৫৫০ কিলোমিটার রুটে বন্দে চেয়ার কার এবং ৫৫০ কিলোমিটারের বেশি রুটে বন্দে স্লিপার চলবে। বর্তমানে, দেশের প্রায় ৫০ টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে। এদিকে,জানিয়ে রাখি যে, আহমেদাবাদ-মুম্বাই বুলেট ট্রেন ২০২৯ সালের এপ্রিলের মধ্যে চালু হবে এবং উত্তর দক্ষিণ ও পূর্ব ভারতে আরও ৩ টি বুলেট ট্রেন প্রকল্পের সম্ভাবনা বিচার করে দেখা হবে।

আরও পড়ুন: থোরিয়াম বেসড নিউক্লিয়ার রিয়েক্টর তৈরিতে নজির! এবার বিশ্বের শক্তির আধার হয়ে উঠবে ভারত

জানিয়ে রাখি, রেল প্রায় ১০ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সাথে ৪০,০০০ কিলোমিটার দীর্ঘ ৩ টি অর্থনৈতিক করিডোর পরিকল্পনা করেছে। পাশাপাশি, ব্যক্তিগত অংশগ্রহণের মাধ্যমে ১,৩০০ টিরও বেশি রেলস্টেশনের আধুনিকীকরণ সম্পন্ন হবে। ওই স্টেশনগুলিতে শপিং মল, বিমানবন্দরের মতো ওয়েটিং লাউঞ্জের মতো বিশ্বমানের সুযোগ-সুবিধা থাকবে। এছাড়াও, মেট্রো নেটওয়ার্ক আরও শহরে সম্প্রসারিত করা হবে।

আরও পড়ুন: উচিৎ শিক্ষা, মলদ্বীপকে বড় ঝটকা দিল ভারত! মাথায় হাত দ্বীপরাষ্ট্রের

জানিয়ে রাখি যে, বর্তমানে মেট্রোর কাজ চলছে প্রায় ২০ টি শহরে। পাশাপাশি র‍্যাপিড রেলের মতো আরও হাই-ফ্রিকোয়েন্সি ট্রেনের পরিকল্পনা করা হয়েছে এবং এটি আংশিকভাবে দিল্লি ও মিরাটের মধ্যে চালু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, শুক্রবার মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগ নতুন সরকার গঠনের পর তাদের ১০০ দিনের এজেন্ডা উপস্থাপন করে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর