একুশের লড়াইতে সারা ভারতবর্ষকে স্বাধীনতা ফিরিয়ে দেবে বাংলাঃ মমতা ব্যানার্জী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ গর্জে উঠলেন মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। ২৮ শে জুলাই-এ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের ভার্চুয়াল সভায় বাংলার ছাত্রদের উজ্জীবিত করতে স্বাধীনতার লড়াইয়ের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে মঞ্চ থেকে বিজেপির উদ্দ্যেশ্যে দিলেন কড়া বার্তা।

সভামঞ্চে একুশের ভোটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই বাংলার ছাত্র সমাজই আগামী দিন দেশের মানুষকে ঠিক স্বাধীনতা ফিরিয়ে দেবে। একুশ বিপ্লবের কথা একদমই ভুলে যাবেন না। একুশে আমাদের জয় দেখে, সারা দেশের মানুষ অবাক হয়ে যাবেন। বাংলাকে কখনই ভয় দেখিয়ে দমানো যাবে না। অনেকেই ভয়ে ন্যায্য কথা বলতে পারেন না। কিন্তু আমরা কথা বলব। জেলে যেতেও পিছপা হব না। কাপুরুষরা প্রতিদিন মরে। আমরা কাপুরুষ নই। তাই মরতে ভয় পাই না। বীর একবার জন্মায় আর একবারই মরে’।

বিজেপিকে আক্রমণ
মঞ্চ থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বললেন, ‘আমরা করোনা মহামারীকে রুখে দিতে পারব। কিন্তু দেশে যে রাজনৈতিক মহামারী চলছে, তাঁর বিরুদ্ধে হয় লড়বেন, নয় মরবেন। ওরা ভয় দেখালেও, হাম লড়েঙ্গে। হাম এক সাথ লড়েঙ্গে অউর জিতেঙ্গে ভি। আকাশের আকাশী আভাটাকে ওঁরা কালো মেঘ দিয়ে ঢেকে দিতে চাইছে, আমাদের ছাত্র সমাজকে এগিয়ে এসে সেই কালো চাদরটাকে সরাতে হবে’।

জবাব দিলেন সৌমিত্র খাঁ
মুখ্যমন্ত্রীর এই আক্রমণের সরাসরি জবাব দিয়ে বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, ‘দিদিমণির রাজত্বে বাংলার মানুষ গণতন্ত্রের বহর দেখতে পাচ্ছেন। চাকরি, বেকারত্ব নিয়ে প্রতিদিনই ঝুড়ি মিথ্যে কথা কারা বলছে, তা পরিষ্কার বোঝা যাচ্ছে। তাই এখন বাংলার মানুষ তৃণমূলের থেকে মুক্তি পেতে তাঁদের সরানোর চিন্তা করছে’।

X