অধিনায়ক হিসাবে এই প্রথম কোনো সিরিজে হোয়াইটওয়াশ হলেন বিরাট কোহলি।

কয়েক বছর আগে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন। সেই সময় ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় বিরাট কোহলির হাতে। দায়িত্ব নেওয়ার পর তিনি ভারতীয় দলকে দারুন দক্ষতার সাথে সামলেছেন। একের পর এক সিরিজ জিতে নজির কেড়েছেন বিরাট কোহলি। সেইসাথে ভারতীয় দলকে টেস্ট ক্রিকেটে সাত নম্বর থেকে তুলে নাম্বার ওয়ান দল করেছে এই বিরাট কোহলির অধিনায়কত্ব।

বিরাট কোহলির অধিনায়কত্বে ভারতীয় দল আইসিসি টুর্নামেন্টেও যথেষ্ট সফল। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলির অধিনায়কত্বে ভারতীয় দল রানার্সআপ হয়েছিল, তারপর 2019 বিশ্বকাপে বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত সেমিফাইনাল খেলেছিল। এছাড়াও অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করা থেকে শুরু করে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে 5-0 তে হারানো সব কিছুই ঘটেছে বিরাট কোহলির অধিনায়কত্বে। তবে এখনো পর্যন্ত অধিনায়ক হিসাবে কোন সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়নি বিরাট কোহলিকে।

136878869d5576890235ddfb77b108c972142ee4f

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে 3-0 হারের পরই অধিনায়ক হিসাবে এই প্রথমবার বিরাট কোহলি হোয়াইটওয়াশ হলেন। যদিও এটা শক্তিশালী ভারতীয় দল ছিল না কারণ চোটের কারণে ভারতীয় দলের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা দলের বাইরে ছিলেন, এছাড়াও চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে রয়েছেন ভারতীয় দলের প্রধান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং ভারতের অন্যতম সেরা পেসার ভুবেনেশ্বর কুমার। তার সত্ত্বেও ভারতীয় দল এই সিরিজে দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছে। কিন্তু এই সিরিজে যথেষ্ট দক্ষতার সাথে খেলে নিউজিল্যান্ড দল।

Udayan Biswas

সম্পর্কিত খবর