বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) ইরানের (Iran) ব্যবসায়িক সম্পর্কের মধ্যে এবার অযাচিতভাবে ঢুকে পড়ছে চীন (China)। চাবাহার রেল প্রকল্প নিয়ে মাথা ঘামাচ্ছে এবার চীন সরকার জিনপিং। ফান্ড ঘটিত সমস্যার দোহাই দিয়ে এবার ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইরান সরকার। চার বছর আগেকার চুক্তিতে আনছে বদল।
বছর চারেক আগে ভারত এবং ইরানের মধ্যে চাবাহার রেল প্রকল্প (Chabahar Rail Project) নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেইমত প্রায় ৪০০ মিলিয়ন ডলার নিয়োগও করেছে ইরানিয়ান ন্যাশানাল ডেভেলপমেন্ট ফান্ড। আগামী বছরের ২২ শে মার্চের মধ্যে এই চাবাহার রেল প্রকল্প সম্পন্ন হওয়ার কথা স্থির হয়েছিল। ২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানির সঙ্গে এই প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল।
কিন্তু বর্তমান দিনে যখন চীনকে সমগ্র বিশ্ব বয়কটের ডাক দিয়েছে, এই সময় চীন ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। সেই ধারণা থেকেই আশঙ্কা করা হচ্ছে, চীনের মদতেই ভারতের সঙ্গে এই চাবাহার রেল প্রকল্পের চুক্তি বাতিল করতে চাইছে ইরান সরকার।
ভারতের থেকে ঠিকমতো ফান্ডিং আসছে না, এই অজুহাতে ইরান সরকার চীনের উস্কানিতেই ভারতের সঙ্গে এই প্রকল্প বাতিল করতে চাইছে বলে অনুমান করা হচ্ছে। বাস্তবে যদি এই ঘটনা সত্য বলেই প্রমাণিত হয়, তাহেওলে আন্তর্জাতিক মঞ্চে বেশ বড়সড় ধাক্কা পেতে চলেছে ভারত।