বাংলাহান্ট ডেস্কঃ কানপুর (Kanpur) শ্যুটআউটে মৃত ৮ পুলিশ সদস্যের হত্যার জট খুলছে ধীরে ধীরে। গ্যাংস্টার বিকাশ দুবের (Vikas Dubey) উপর তখন জেলা পঞ্চায়েত নির্বাচনের সময়কালে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ আনা হয়েছিল। এই ঘটনার পর বিকাশ দুবে পলাতক হন। তবে সম্প্রতি কালে ২০১৭ সালের এসটিএফ তদন্তের পরিপ্রেক্ষিতে এক ভিডিও প্রকাশ্যে আসে, যা বর্তমান দিনে আলোড়ন সৃষ্টি করেছে। যেখানে দুই বিজেপি বিধায়ক ভগবতী প্রসাদ সাগর এবং অভিজিৎ সিং সাঙ্গার নাম নিয়েছেন বিকাশ দুবে।
প্রশ্ন- থানায় তোমার নামের হলফনামা বিরুদ্ধে কেউ জোর খাটিয়েছিল?
উত্তর – জোর খাটানো নয়, তবে আমাদের স্থানীয় নেতারা এই কথা বলেছিলেন।
প্রশ্ন – তারা কারা?
উত্তর- আমাদের স্থানীয় বিধায়ক ভগবতী প্রসাদ হলেন সাগর জি এবং অভিজিৎ সিং সাঙ্গা জিয়া বিধায়ক এবং আমাদের ব্লক প্রধান, রাজেশ কমল জি এবং জেলা পঞ্চায়েত রাষ্ট্রপতি এবং আরও ৩-৪ জন হলেন সেই মানুষ।
নেতাদের নাম বলার পর তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা কি ভয় দেখিয়েছিল? তার উত্তরে তিনি জানান, তারা ভয় দেখায়নি, তবে বুঝিয়েছিল। সাহায্য করতে চাইলে করবে। সেইসঙ্গে তাঁর স্ত্রীকেও কোনোরকম ভয় দেখায়নি বলেও জানায়। তাঁদের সাথে শুধুমাত্র টেলিফোনেই কথা হয়েছিল তাঁর, তাও জানান তিনি।
তিনি জানান, গ্রামের লোকদের নামের অদল বদল করে, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় কুশওয়াহা জির ভাইয়ের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে তাঁর নাম জড়ানো হয়েছে। এই ভিডিও প্রকাশ্যে আসার পর বিকাশ দুবে যেদুজন বিজেপি নেতার নাম নিয়েছিলেন, বিধায়ক ভগবতী সাগর এবং বিধায়ক অভিজিৎ সিং এই অভিযোগকে স্বীকার করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ওঠা মিথ্যে অভিযোগের জন্য তারা মামলাও করবে।