গত ২৪ ঘন্টায় ভারতে করোনার সমস্ত রেকর্ড ভেঙেছে, এক দিনে আক্রান্ত ৫৬১১

বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের (Lockdown) চতুর্থ পর্যায়ে এসেও ভারতে (India) কমছে না করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা। ক্রমাগত বেড়েই চলেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের এবং মৃতের সংখ্যার সমস্ত রেকর্ড সীমা পার করে ফেলেছে ভারত। প্রাণ হারিয়েছেন ১৪০ জন মানুষ।

new 8888

 

ভারতে করোনা সতর্কতা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশবাসীর সুরক্ষার জন্য লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩১ শে মে অবধি করে দিয়েছেন। জারী করা হয়েছে নতুন নতুন বিধি নিষেধ। প্রশাসন চাইলে যে কোন অঞ্চলে সন্ধ্যে ৭ টা সকাল ৭ টা পর্যন্ত জারী করতে পারে কার্ফু। আবার চাইলে ১৪৪ ধারাও জারী করা যেতে পারে।

আক্রান্তের সংখ্যায় ছাপিয়ে গিয়েছে চীনকে
বিভিন্ন সতর্কতা মুকল পন্থা অবলম্বন করার পরও ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বহু আগেই চীনকে ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬ হাজার। গত ২৪ ঘণ্টায় আরও ৫৬১১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

পরিযায়িদের ফেরানো হচ্ছে নিজ রাজ্যে
লকডাউনের মধ্যেও ভারত সরকার ভিন দেশ এবং দেশ মধ্যস্থ পরিযায়ী মানুষদের নিজ রাজ্যে ফেরানোর ব্যবস্থাও করছেন। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আটকে পড়া বেশ কয়েক হাজার পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফেরানোর হয়ে গিয়েছে। বাকিদেরকেও ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। ব্যবস্থা করা হয়ে শ্রমিক স্পেশাল ট্রেন এবং বিভিন্ন বাসের ব্যবস্থাও।

ভারতে আক্রান্তের এবং মৃতের সংখ্যায় রেকর্ড সংখ্যা বৃদ্ধি
ভারতের মধ্যে মহারাষ্ট্র আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে সর্বোচ্চ স্থানে রয়েছে। তবে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত এবং মৃতের সংখ্যায় পুরনো রেকর্ডকে পেছনে ফেলে, নতুন করে রেকর্ড তৈরি হল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৫৬১১ জন এবং মারা গিয়েছেন প্রায় ১৪০ জন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর