লকডাউনে মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য অভিনব বার্তা দিলেন দুই পাঠান ভাই।

পুরো বিশ্বের সাথে সাথে এই মুহূর্তে ভারত (India) এ করোনা ভাইরাস হু হু করে বেড়ে চলেছে। আর সেই কারণেই করোনা ভাইরাস সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে 21 দিনের লকডাউন ঘোষণা করেছিলেন। কিন্তু প্রায় দিনই দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এই লকডাউন উপেক্ষা করে রাস্তায় বাজারে মানুষজন বের হচ্ছেন, একসাথে জমায়েত করছেন।

সরকারের তরফে আগেই দেশের সাধারণ মানুষকে সচেতন করে দেওয়া হয়েছিল যদি এই লকডাউন না মেনে এইভাবে রাস্তাঘাটে লোকজন বের হয় তাহলে আগামী দিনে ভারতবর্ষের জন্য খুবই খারাপ সময় আসতে চলেছে। যদি এইভাবে মানুষজন রাস্তাঘাটে বের হয়, বাজারে জমায়েত করেন তাহলে দিনের পর দিন সংক্রমণ দ্রুত গতিতে বেড়েই যাবে, এর ফলে ভবিষ্যতে কোনো ভাবেই আর বাঁচানো যাবে না ভারতবর্ষে মানুষজনকে। যার ফলে দেশজুড়ে বিভিন্ন জায়গা মৃত্যু মিছিলে পরিণত হবে।

namaz 1

লকডাউনের ছেড়ে এই মুহূর্তে বিভিন্ন ধর্মীয় কাজকর্ম বন্ধ রয়েছে। লকডাউনের জেরে মুসলিম সমাজের বহু মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছেন না, তারা অনেকেই বাড়িতে নামাজ পড়ছেন।

তবে বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে দায়িত্বজ্ঞানহীন বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা নিজেদের বাড়িতে লোকজন আমন্ত্রণ করে নামাজ পড়ছেন, জমায়েত করছেন বাড়ির ছাদে। তাদেরকে বারবার সরকার সচেতন করা সত্ত্বেও তারা সরকারের কোনো রকম বিধিনিষেধ মানছেন না, নিজেদের ক্ষতি করছেন সেই সাথে অপরের ক্ষতি করছেন।

আর এই সমস্ত ঘটনা দেখে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন দুই ক্রিকেটার ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান এগিয়ে এলেন। তারা মুসলিম সম্প্রদায়ের কাছে অনুরোধ করলেন বাড়িতেই থাকুন এবং বাড়ির মধ্যেই নামাজ পড়ুন। এতে আপনিও সুস্থ থাকবেন এবং দেশও বাঁচবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর