আগামী কয়েকদিনেই শহর কলকাতায় ব্যাপক গরম পড়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ  বৃষ্টি কেটে শহর কলকাতায় পড়বে গরম। চলতি মাসেই আবারও চড়বে পারদ এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েক দিনেই তাপমাত্রা ছুঁতে পারে ৩০ ডিগ্র্রির কাঁটা। বাংলা সহ উত্তর ও পূর্ব ভারতের বেশ কিছু অংশে পড়বে অসহনীয় গরম।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে,শীতের মত এবার গরমের দাপটও থাকবে বেশী। উত্তর ও উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি ভারতের বিভিন্ন অংশে এবার ব্যাপক গরম পড়ার পূর্বাভাস রয়েছে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রার তেমন একটা হেরফের হবে না।

২০২০ সালে মার্চ থেকে মে অবধি এই তিন মাসের তাপমাত্রা গড় স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৫ থেকে ১ ডিগ্রী বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের বেশ কয়েকটি জেলায়ও গরম বাড়তে পারে। পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), বীরভূম, পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে গরম পড়বে। আবার বেশকিছু জায়গায় যেমন হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান ও অরুণাচল প্রদেশে তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে।

একটি শক্তিশালী এবং সক্রিয় পশ্চিমাবায়ু কাশ্মীরের কাছাকাছি অবস্থান করছে। এই পশ্চিমাবায়ুটির কারনে পূর্ব ও মধ্য ভারত জুড়ে বৃষ্টির পাশাপাশি তুষারপাত, বজ্রপাত, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা মনে করছেন, উত্তর ভারতে প্রবেশ করতে এখনো বায়ুটির বেশ কিছুদিন সময় লাগবে, কারন ইরান, ইরাক, আফগানিস্তান ও পাকিস্তান পার করে আসতে হবে ঝঞ্ঝাটিকে।

এই পশ্চিমাঝঞ্ঝার কারনেই হিমাচলের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি-তুষারপাত, শিলাবৃষ্টি এবং তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামী কালের জন্য সিমলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি কমলা সতর্কতা জারি করা হয়েছে 12-13 মার্চের জন্য।উনা, বিলাসপুর, চম্বা, কংরা, সিমলা, সোলান ও সিরমৌর জেলার জন্য হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।  এই ভারী বৃষ্টি-তুষারপাত, শিলাবৃষ্টি এবং তুষারপাতের কারনে রাজ্যজুড়ে বাড়বে শীতের প্রকোপ।

 

 

সম্পর্কিত খবর

X